স্পোর্টস রিপোর্টার : ‘ভেটারান’ হকি চালু করতে গতকাল সকালে একাট্টা হয়েছিলে হকির সাবেক তারকা খেলোয়াড়রা। এদিন তাদের পদচারণায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম মুখরিত হয়েছিলো। বসেছিলো সাবেকদের মিলনমেলা। একসময় স্টিক হাতে মাঠ কাঁপিয়েছেন যে তারকারা, বয়সের ভারে এখন তারা খেলা থেকে অনেক দূরে। প্রতিযোগিতামূলক হকি থেকে দূরে সরে গেলেও মাঠ কিন্তু তাদের এখনও টানে। আর সে টানেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে তাদের ছুটে আসা। উদ্দেশ্য একটাই। আর তা হলো যদি ‘ভেটারান’ হকি আবার চালু করা যায়।
বিদেশ থেকে প্রতিবছর হকি ফেডারেশনের কাছে আমন্ত্রণ আসে ‘ভেটারান’ হকিতে অংশ নেয়ার জন্য। কিন্তু উদ্যোগের অভাবে এ আসরে খেলা হয়না বাংলাদেশের। দেশে ভেটারান হকি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন থাকা সত্তে¡ও এটি দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয়। এই সংগঠনটিকে জাগিয়ে তোলার লক্ষ্যেই গতকাল সাবেকরা একজোট হয়েছিলেন। তারা নিজেদের মধ্যে একটি প্রীতি ম্যাচও খেলেন। সাবেক তারকা হকি খেলোয়াড়দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা, মেজর (অব.) ইমরোজ আহমেদ, আনভির আদিল খান, মামুনুর রশিদ, মাহবুব এহসান রানা, জামাল হায়দার, আবদুল্লাহ পিরু, কামরুল ইসলাম কিসমত, মীর মঞ্জুর আহমেদ, সৈয়দ মনসুরুল হক, হাফিজুর রহমান, ইরতেজা কাদের গুড্ডু, ফয়সাল আহসানউল্লাহ, মোহাম্মদ জাভেদ, রিয়াজ আহমেদ দিপু, মো. এহতেশাম, সৈয়দ মাহমুদুল হক, সৈয়দ সাইদুল হক, এম রুহুল আমিন, ফজলুল হক ফজলু, শহিদুল্লাহ দোলন, কাদিরি ও সেলিম লাকি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন