দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার জন্য সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করেছেন ট্রাম্প। তার দাবি, বাদশাহ ও যুবরাজ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তা যথার্থ। এসব আটককৃতরা দীর্ঘদিন তাদের দেশকে শুষে খেয়েছে বলেও দাবি করেন তিনি। গত শনিবার থেকে দুর্নীতিবিরোধী অভিযানে সউদী প্রিন্স ও মন্ত্রীদের নজিরবিহীনভাবে আটকের ঘটনায় নীরব ভূমিকা পালন করছিল হোয়াইট হাউস। তবে গত সোমবার এ ব্যাপারে ইতিবাচক অবস্থানই ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে এশিয়া সফরে থাকা ট্রাম্প টুইটারে বলেন, সউদী আরবের বাদশাহ সালমান ও যুবরাজের ওপর আমার ব্যাপক আস্থা রয়েছে, তারা যা করছেন তা যথার্থভাবে বুঝেই করছেন। তারা এখন যাদের প্রতি কঠোর হয়েছেন ওই লোকগুলো বছরের পর বছর ধরে তাদের দেশকে শুষে খাচ্ছে। গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন