শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার অস্থায়ী বাড়ি নির্মাণের ঘোষণা সউদীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪১ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার অস্থায়ী বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে সউদী আরব। ভূমিকম্পে দুই দেশে লক্ষাধিক ভবন ধসে পড়ে। এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার। আহত লাখেরও বেশি মানুষ।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দুই দেশের এ অবস্থায় সউদী আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ এ সহায়তার কথা বলেছেন। তিন হাজার অস্থায়ী ঘর নির্মাণের জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আল রাবিয়াহ বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দুই দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য কয়েক হাজার তাঁবু বিতরণ করেছে।
বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান বলেন, আমরা আগামী কয়েক মাস সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের সাহায্য করে যাবো। এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি, যেখানে বিশাল মাত্রায় ক্ষতি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন