শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন মহাপ্রকল্পের ঘোষণা দিল সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সউদী আরব বিশ্বজুড়ে নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতির প্রসার ঘটানো এবং একটি চূড়ান্ত পর্যটন গন্তব্য হিসাবে নতুন করে পরিচিত হওয়ার জন্য একের পর এক বৈচিত্র্যময় মহাপ্রকল্প হাতে নিচ্ছে। সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ ওরফে এমবিএস এ লক্ষ্যে সম্প্রতি একটি নতুন মহাপ্রকল্প ঘোষণা করেছেন, যা সউদী আরবের ৩শ’ বছরের পুরনো ইতিহাসকে তুলে ধরবে এবং একটি অর্থনৈতিক বাস্তুতন্ত্র তৈরি করবে।

নিওম, লোহিত সাগর, কিদ্দিয়া এবং রোশনে পর দিরিয়াহ প্রজেক্ট নামক এই প্রকল্পটিকে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর মহাপ্রকল্পগুলির পঞ্চম উদ্যোগ হিসেবে উন্মোচন করা হয়েছে, যা দিরিয়া শহরের জাদুঘর এবং বিশেষায়িত প্যাভিলিয়নে সউদী আরবের ৩শ’ বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরবে। এই প্রকল্পটি কৌশলগত দেশীয় খাতগুলোকেও উন্মোচন করবে, স্থানীয় বেসরকারী খাতের সাথে অংশীদারিত্ব গঠন করবে এবং নতুন বিনিয়োগের সুযোগ করে দেবে। নির্মাণ, ব্যবস্থাপনা, হোটেল, খুচরা পণ্য, বিনোদন এবং সাংস্কৃতিক সুবিধাগুলির জন্য প্রচুর সুযোগ খোলা হবে। নিওম সিটির মতোই এ সর্বশেষ প্রকল্পটি হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সাহায্য করবে এবং উপসাগরীয় ব্যবসার প্রতি অঞ্চলটির বাসিন্দা এবং দর্শকদের জন্য একাধিক উদ্যোগ গ্রহন করবে। সূত্র : লাক্সারি লঞ্চেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন