আগামী ১১ নভেম্বর থেকে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে আজই ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। আসরে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সাইফ হাসানের দল ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রতিপক্ষ ওয়েস্টার্ন রিজিওনের চ্যাম্পিয়ন দল। যুব এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি ১৫ সদস্যের দলের নেতৃত্ব উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অলরাউন্ডার আফিফ হোসেন। দলে জায়গা ধরে রেখেছেন নাঈম হাসান, পিনাক ঘোষ।
তিনটি ভেন্যুতে ১০ থেকে ১৯ নভেম্বর হবে ৮ দলের টুর্নামেন্ট। ১১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। এক দিন বিরতির পর সাইফরা মুখোমুখি হবে স্বাগতিকদের। গ্রæপ পর্বের শেষ ম্যাচে ১৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ১৬ ও ১৭ নভেম্বর হবে সেমি-ফাইনাল দুটি। ১৯ নভেম্বর ফাইনাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ রকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নাঈম শেখ, শাকিল হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন