শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রীতি ভারোত্তোলনে বিএসএফ চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি ভারোত্তোলনে চ্যাম্পিয়ন হয়েছে বিএসএফ। তারা ৮টি স্বর্ণ ও ১টি রৌপ্য সহ মোট ৯টি পদক জয় করে সেরার খেতাব জিতে নেয়। স্বাগতিক বিজিবি দল পেয়েছে ১টি স্বর্ণ ও ৮টি রৌপ্য সহ মোট ৯টি পদক। গতকাল পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন পারামানিক, এমপি। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আনিছুর রহমান, বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলসহ অন্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন