সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাতিয়ায় যুবলীগের মিছিলে হামলা, ওসিসহ আহত অর্ধ শতাধিক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ৫:৫৫ পিএম | আপডেট : ৯:০১ পিএম, ১১ নভেম্বর, ২০১৭

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলায় মিছিলে সন্ত্রাসী হামলায় হাতিয়া থানার ওসি ও তিন সিপাহীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রনে আনতে পুলিশ ২৫০ রাউন্ড ফাঁকা গুলী বর্ষন ও ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে । পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়াদ্বীপ সরকারী কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস । হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হয় । বিকাল ৪টার দিকে ওছখালী প্রধান সড়কের উত্তর পার্শ্বে আওয়ামীলীগ একটি অংশের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুলের বাসভবনের ছাদ থেকে মিছিলের উপর বৃষ্টি ন্যায় ইট পাটকেল নিক্ষেপ করা হয় । এতে হাতিয়া থানার ওসি ও তিন সিপাহীসহ অর্ধশতাধিক আহত হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ২০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে । হামলায় আহত ১০জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে দ্বীপ সরকারী কলেজ ময়দানে যুবলীগ আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন