বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ৫ দিনের এক সরকারী সফরে রোববার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষা সচিব ইসমাইল দেমির, সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকার ও বিমান বাহিনী প্রধান হাসান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি ঐদেশের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন