বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার তুরস্ক সফর শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছলে তুরস্ক বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সেখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও তিনি ঐদেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পেশাগত বিষয়ে আলোচনা করেন। বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন