বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ভারতের জ্বালানি তেল আনুষ্ঠানিকভাবে পার্বতীপুরে গ্রহণ

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

এম এ জলিল সরকার পার্বতীপুর থেকে ঃ জ্বালানি খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাকৃত ২২০০ মে. টন গ্যাস অয়েল গতকাল (শনিবার) দুপুর ১২টায় পার্বতীপুরে বিপিসির রেল হেড ডিপোতে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোঃ মাহমুদ রেজা খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তার আগে জ্বালানি তেলের রেল হেড ডিপো চত্বরে পেট্রোলিয়াম করপোরেশন আয়েিিজত অনুষ্ঠানে অতিথিবৃন্দ তেল-গ্যাসসহ সরকারের সকল সাফল্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ভারতীয় দূতাবাস ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ, ইউএনও ও বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সূত্রমতে শুভেচ্ছা মূল্যে এই জ্বালানি তেল সরবরাহ করছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ভারতীয় কর্তৃপক্ষ রেলযোগে বাংলাদেশের উদ্দেশে ওই তেল পাঠিয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক গ্যাস সম্পদমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেল বহনকারী রেল র‌্যাকের (বহর) শুভ উদ্বোধন করেন। শিলিগুড়ি থেকে বাংলাদেশে যাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তেল বহনকারী রেল বহরটিকে বিদায় জানানো হয়। এর আগে ভারত থেকে গ্যাস অয়েল প্রেরণ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে গ্যাস অয়েল আনার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এটি জ্বালানি খাতে উভয় দেশের মধ্যে একটি উজ্জ্বল পদক্ষেপ হয়ে থাকবে। ২০১৫ সালে জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে গৃহীত যৌথ ঘোষণায় ‘নতুন প্রজন্ম, নয়া দিশায়’ ওই জ্বালানি তেল সরবরাহের বিষয়টি উল্লেখ ছিলো। যা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশকে হস্তান্তর করেছে ভারত। দুদেশের যৌথ ঘোষনায় আরেক সমঝোত স্মারক সই হয়। এতে উল্লেখ রয়েছে নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়ি বিপনন টার্মিনাল( পশ্চিমবঙ্গ) থেকে বিপিসির পার্বতীপুর জ্বালানী তেলের রেল হেড ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন করা হবে। আজকের অনুষ্ঠানে বিপিসির চেয়ারম্যান বলেন পাইপ লাইন স্থাপনের কাজটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে পাইপ লাইন স্থাপন না হওয়া পর্যন্ত ট্রেনপথে ট্রাংক লরীর সাহায্যে ভারত থেকে অয়েল গ্যাস আসবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন