শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অবশেষে দলে সাকলাইন, শুভাগতর ফেরা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে নিষিদ্ধ হওয়ায় মাঝ পথেই টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরাফাত সানি ও তাসকিন আহমেদের। তাদের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব ও অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। গতকাল রাতেই বেঙ্গালুরুর উদ্দেশে দেশ ছেড়েছেন দুই ক্রিকেটারের। শুভাগতর জন্য এটি দলে ফেরা। আর সাকলাইন প্রথমবার সুযোগ পেলেন জাতীয় দলে। গতকাল বিকালে আইসিসি আন্তর্জাতিক ম্যাচে তাসকিন ও সানির বোলিং নিষিদ্ধ করার কথা জানায়। জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানান, সানির বদলি হিসেবে সাকলাইন ছিল স্বয়ংক্রিয় পছন্দ, ‘সাকলাইন তো আসলে অনেক দিন ধরেই জাতীয় দলের দোরগোড়ায় ছিল। ‘এ’ দলের হয়ে গত কিছুদিনে খুব ভালো পারফর্ম করেছে। আমাদের পছন্দে সানির পরেই সাকলাইন ছিল। ভারতের কন্ডিশনেও সাকলাইন কার্যকরী হতে পারে।’ তাসকিনের জায়গায় শুভাগতর নামটি দেখে অনেকের প্রশ্ন জাগতে পারে। ফাস্ট বোলারের বদলে কেন স্পিনিং অলরাউন্ডার? হাবিবুল জানালেন, মূলত কন্ডিশনের ভাবনাতেই পাঠানো হচ্ছে বাড়তি স্পিনার, ‘ধর্মশালার কন্ডিশনের কথা মাথায় রেখেই মূলত পাঁচ জন পেসার রাখা হয়েছিল দলে। এখন আমাদের মনে হয়েছে, সামনের ম্যাচগুলো আমরা যে কন্ডিশন-উইকেটে খেলব, একাদশে হয়ত ৩ পেসারের বেশি খেলানো হবেই না। টিম ম্যানেজমেন্টের চাওয়াও ছিল স্পিনে আরেকটি বিকল্প। সব মিলিয়েই শুভাগতকে বেছে নিয়েছি আমরা।’
জাতীয় দলের ডাক পাওয়াটা ভীষণ কাক্সিক্ষত হলেও যেভাবে ডাক পেলেন, সেটা নিয়ে সাকলাইনের অনুভূতিটা মিশ্র। সমবেদনা জানালেন সানি-তাসকিনের প্রতি, ‘সানি ভাই, তাসকিনের জন্য খুব খারাপ লাগছে। শুধু তাদের জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি দু:সংবাদ। তবে আমি নিশ্চিত, দুজনই আবার ফিরবেন শিগগিরই।’ বরাবরই সাকলাইনকে মনে করা হতো বড় দৈর্ঘ্যরে উপযোগী বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ’ উইকেটই শুধু নয়, বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও তার। সেই সাকলাইন জাতীয় দলের সুযোগ পেলেন সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। তাতে অবশ্যই কোনো আপত্তি নেই সাকলাইনের! জানালেন, একাদশে জায়গা পেলে উজার করে দেবেন নিজেকে, ‘প্রথম লক্ষ্য থাকবে একাদশে জায়গা করে নেওয়া। সেটা হলে চেষ্টা করব যতটা সম্ভব ভালো করার। অনেকেরই অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে, চেষ্টা করব নিজেকে প্রমাণ করার।’
ডাক পাওয়া আরেকজন, শুভাগতর কণ্ঠেও ছিল একই সুর, ‘হুট করে এভাবে ডাক পেয়ে ভালো লাগছে। বিশ্বকাপের মত বড় আসরে খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। তবে ওদের দুজনের কথা ভেবে খারাপ লাগছে। দলের জন্যও খুব ভালো কিছু নয়। আমার বিশ্বাস, ভালোভাবে ফিরে আসার সামর্থ্য দুজনেরই আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন