সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অপেক্ষা ফুরাচ্ছে গেইল-ম্যাককালামের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শুরুতেই উইকেট হারানো যেন নিয়ম হয়ে পড়েছে রংপুর রাইডার্সের জন্য। বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে ওপেনিং জুটিতে তাদের সর্বোচ্চ রান তিনি। দুই ওপেনার জনসন চার্লস ও এডাম লিথের দুইজনই ব্যর্থ। শুরুতেই ধাক্কা খেলে দলের মোমেন্টামের ক্ষতি হয় বলে মনে করেন রংপুর রাইডার্সের প্রধান কোচ টম মুডি। দারুণ একটি ওপেনিং জুটির অপেক্ষায় আছেন তিনি। তাই ক্ষণ গুনছেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের আসার।গেইল-ম্যাককালামের অপেক্ষায় রংপুর
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম- দুজনই বোলারদের জন্য এক আতঙ্কের নাম। বিস্ফোরক ব্যাটিং করে গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের বোলিং লাইন আপ। দলকে এনে দিতে পারেন এক দুরন্ত সূচনা। ১৮ নভেম্বর থেকে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টম মুডি বলেন, ‘টি-২০ ম্যাচে শুরুর দিকটা গুরুত্বপূর্ণ। সেখানে আমরা একটু পিছিয়ে পড়ছি। ব্যাটসম্যানরা সাপোর্ট দিলে বোলারদের জন্যও কাজটা সহজ হয়।’ মুডি মনে করেন ইনিংস সূচনায় রানের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গেইল এবং ম্যাককালাম। অভিজ্ঞ দুই টি-২০ ক্রিকেটারের উপস্থিতি দলকেও করে তুলবে আরো আত্মবিশ্বাসী।
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও কুশল পেরেরাদের অপেক্ষায় আছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকও, ‘আগামী দুই-তিনদিনের মধ্যে গেইল, ম্যাককালাম ও পেরেরা- তিনজনই যোগদান করছেন। আমাদের টপ অর্ডার এখন রান করতে পারছে না। ইনশাআল্লাহ ওরা আসলে টপ অর্ডার ক্লিক করবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন