বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বছরে মাত্র দুটি এনওসি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুগটা বৈশ্বিক ক্রিকেটের, ধুন্ধামার টি-টোয়েন্টিরও। প্রায় প্রতিটি দেশেই এখন চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-২০ লিগের রমরমা বানিজ্য। ক্ষুদ্র ফরম্যাটের এই আসরগুলোকে ক্রিকেটের ফেরিওয়ালাও বলছেন অনেকে। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামন্টে খেলে থাকেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। প্রতি বছরই কোন না কোন বিদেশি লিগে খেলতে যাচ্ছেন সাকিব, তামিম, মুস্তাফিজ, মাহমুদউল্লাহরা। তবে এবার থেকে একটু রাশ টানতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের বাইরে বছরে দুটির বেশি লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি) মিলবে না চুক্তিতে থাকা বাংলাদেশীর ক্রিকেটারদের! তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত জানিয়ে গতকালই তাদের চিঠি দিয়েছে বিসিবি। সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই বছরে দুটি লিগে খেলার অনুমতি পাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, অনেক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, ‘সার্বিক দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি। একে আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচি খুব ঠাসা, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনার বিষটিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন