রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তৈরী হচ্ছে চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 চার-ছক্কার ফুলঝুড়ি বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু হবে ২৪ নভেম্বর থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। অংশগ্রহণকারী সাতটি দল বন্দরনগরী চট্টগ্রামে আসবে ২৩ নভেম্বর। পাঁচটি দল রেডিসন হোটেলে এবং বাকি দু’টি দলের মধ্যে একটি প্যানিনসুলা এবং আরেকটি আগ্রাবাদ হোটেলে থাকবে। সবগুলো খেলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে দলগুলো অনুশীলন করবে এম আজিজ স্টেডিয়ামে। বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলাগুলোর নিñদ্র নিরাপত্তা-নির্দেশনাসহ সার্বিক বিষয় নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপিএল সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার। তিনি বলেন, মাঠে দর্শকরা শুধুমাত্র মোবাইল ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করা যাবে, তবে লাঠিবিহীন হতে হবে। চট্টগ্রাম আসরে বিপিএলের নিরাপত্তায় থাকবে ১৫শ’ পুলিশ সদস্য। খেলা চলাকালীন ১১শ’ পুলিশ কাজ করবেন। পুলিশ কমিশনার বলেন, নগরীর প্রধান সড়ক হচ্ছে শেখ মুজিব সড়ক। অন্য সড়কগুলো এটাকে ঘিরেই তৈরি। এ সড়ক দিয়ে খেলোয়াড়রা আসা-যাওয়া করবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বুথে টিকিট পাওয়া যাবে। বিটাক মোড় ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকার নির্দিষ্ট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া বিপিএলকে কেন্দ্র করে বাজি ও জুয়া প্রতিরোধে পুলিশের বিভিন্ন দল মাঠ কাজ করবে বলেও জানান পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন