রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসির আরাফাত রানা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসের ছাত্র ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বনানী থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান বলেন, রানা মোটরসাইকেলে মহাখালীর দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যানবাড়ি পথচারী সেতুর একশ গজের মতো উত্তরে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। রানার বাসা পূর্ব নাখালপাড়ায় বলে জানান তিনি। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই ইমতিয়াজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন