বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

একই পটে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিল। গেলপরশু রাতে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে পেরু। অপেক্ষা এবার গ্রæপ পর্ব নির্ধারণের। আগামী ১ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় হবে গ্রæপ পর্বের ড্র। ৩২ দল মোট আটটি গ্রæপে ভাগ হয়ে লড়বে আগামী বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে। অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রর জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছে। স্বাগতিক রাশিয়ার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল থাকবে এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল থাকবে পট-২ এ। এভাবে র‌্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে। ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রæপে পড়বে না। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল কোনো গ্রæপে থাকতে পারবে।
কোন পটে কারা
পট ১ পট ২ পট ৩ পট ৪
রাশিয়া স্পেন ডেনমার্ক সার্বিয়া
জার্মানি পেরু আইসল্যান্ড নাইজেরিয়া
ব্রাজিল সুইজারল্যান্ড কোস্টারিকা অস্ট্রেলিয়া
পর্তুগাল ইংল্যান্ড সুইডেন জাপান
আর্জেন্টিনা কলম্বিয়া তিউনিশিয়া মরক্কো
বেলজিয়াম মেক্সিকো মিশর পানামা
পোল্যান্ড উরুগুয়ে সেনেগাল দ.কোরিয়া
ফ্রান্স ক্রোয়েশিয়া ইরান সৌদি আরব

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন