বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরচ্যারি ওয়ার্কশপ

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো আরচ্যারির ওয়ার্কশপ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এই কোর্সে অংশ নেন। যেখানে আরচ্যারি জাজ তানভীর আহমেদ, ফারুক ঢালী ও কোচ জিয়াউল হক খেলাটির বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেন। যা আসন্ন ২০তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাভার করতে সাহায্য করবে। এদিন কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো: মাইনুল ইসলাম (অব.)। বিএসপিএ’র পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেয়া হয়। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ৩৫ দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন