শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানকে গুড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 বিশ্ব ক্রিকেটে চমক উপহার দিয়েই চলেছে আফগানিস্তান। এবার পাকিস্তানকে উড়িয়ে প্রথমবারের মত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে তারা। কুয়ালালামপুরে গতকালের ফাইনালে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারায় আফগানস্তান অনুর্ধ্ব-১৯ দল।
ব্যাট হাতে ইকরাম ফাইজির অপরাজিত ১০৭ রানের সুবাদে ৭ উইকেটে ২৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানরা। জবাবে মুজিব জডরানের বোলিং তোপে মাত্র ২২.১ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায় পাকরা। ৭.১ ওভারে মাত্র ১৩ রানের খরচায় একাই ৫ উইকেট নেন মুজিব। ১৮ রানে ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন কাইস আহমেদ। পাকদের দুই ব্যাটসম্যান কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পারেন।
শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টই হয়ে থাকল মুজিবময়। গ্রæপ পর্বে এই পাকিস্তানের বিপক্ষেই ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মুজিব। এরপর সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে ৫টি। সব মিলে ৫ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুজিবই।
গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকেও ভুগিয়েছিল এই অফ স্পিনার। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ১৭ উইকেট। তার মানে রশিদ খানের পর আরেক স্পিন চমকের অপেক্ষায় আফগানিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন