শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়ান অ-১৪ টেনিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বালক এককের ৮টি এবং বালিকা এককের চারটি খেলা অনুষ্ঠিত হয়। গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককে হংকংয়ের ম্যাক্সওয়েল হিওয়াড বাংলাদেশের মাহাদী হাসান আলভীকে, বাংলাদেশের সানি নুরুজ্জামান স্বদেশী হামিম হাসানকে, বাংলাদেশের ইমন ইসলাম কোরিয়ার জংমিন সনকে, শ্রীলংকার রাকেশ রতনাসিংগম বাংলাদেশের সোহেল পাশিকে, বাংলাদেশের শাওন পাশি স্বদেশী খালেদ আইয়ানকে, বাংলাদেশের রাকিব হোসেন স্বদেশী আহাদ ইয়াসিনকে, বাংলাদেশের রনজিৎ সরকার স্বদেশী জোবায়েদ উৎসকে, বাংলাদেশের দায়নান শেখ স্বদেশেী আরাফ ইয়াসিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে কোরিয়ার ইউন জি জাং বাংলাদেশের রায়না লালকে, কোরিয়ার জি ও চুই বংলাদেশের মাসফিয়া আফরিনকে, কোরিয়ার ইয়ং ইন রিও বাংলাদেশের সুশ্মিতা সেনকে হারিয়ে শেষ চারে জায়গা পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন