শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিসা জটিলতায় একদিন পর ভারতে শাটলাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় একদিন পরেই ভারত যেতে হলো জাতীয় ব্যাডমিন্টন দলকে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় আগামীকাল থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজ। অন্যদিকে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে টাটা ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। এ দুই আন্তর্জাতিক আসরকে সামনে রেখে আট সদস্যের জাতীয় ব্যাডমিন্টন দলের ম্যানেজার হাফিজুর রহমান মিলন একদিন আগে ম্যানেজার্স সভায় যোগ দিতে ঢাকা ছাড়েন। আর ভিসা জটিলতা কাটায় গতকাল রাত ১০টায় সড়ক পথে হায়দারাবাদের উদ্দেশ্যে রওয়ানা হন বাকি ৭ জন। দলে চারজন পুরুষ শাটলার সালমান খান, তুষার কৃষ্ণা রায়, মো. মিনহাজ ও আরিফুল ইসলাম তুহিন এবং দু’মহিলা শাটলার এলিনা সুলতানা ও শাপলা আক্তার সহ কোচ এসএম জাহিদুল হক কচি রয়েছেন। এই টুর্নামেন্টে খেলতে গত ১৩ নভেম্বর শাটলারদের ভিসার জন্য আবেদন করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। ১৯ নভেম্বর ভিসা হাতে পাওয়ার কথা থাকলেও তা গতকাল পেয়েছে ফেডারেশন। তাই ম্যানেজার্স মিটিংয়ে যোগ দিতে সোমবার চলে যান মিলন। চারদিনের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্ট খেলেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন শাটলাররা। সেখানে এই ছয়জন শাটলারই টাটা ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ অংশ নেবেন। দু’টি টুর্নামেন্টেই বাংলাদেশের লক্ষ্য র‌্যাংকিংয়ে উন্নতি করা। এ প্রসঙ্গে ব্যাডমিন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘আমরাতো আর চ্যাম্পিয়ন হতে পারবো না। তবে এসব আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের লক্ষ্য থাকে র‌্যাংকিংয়ে উন্নতি ঘটানো। তাই পুরুষ বিভাগে র‌্যাংকিংয়ের শীর্ষ চারজন এবং মহিলা বিভাগে শীর্ষ দু’জনই অংশ নিচ্ছেন। দু’আসরেই আমাদের প্রধান লক্ষ্য থাকবে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে তাদের মান বাড়ানো।’ তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় প্রায় দু’লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে আমাদেরকে।’
অন্যদিকে ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আসামের গৌহাটিতে চলবে সাউথ এশিয়ান রিজিওনাল টুর্নামেন্ট। এ আসরে অংশ নেবেন বাংলাদেশের জুনিয়র শাটলররা। এরা হলেন- বালক বিভাগে হামিদুর রহমান লোকমান, আল আমিন জুমার ও গৌরব সিং এবং বালিকা বিভাগে উর্মী আক্তার ও রেশমা আক্তার। খেলা ৪ ডিসেম্বর শুরু হলেও ক্যাম্পের জন্য ছয়দিন আগেই (২৮ নভেম্বর) আসাম যেতে হবে জুনিয়র শাটলারদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন