শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জুভেন্টাসের প্রতিশোধের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাত মানেই রোমাঞ্চে ভরা টান টান উত্তেজনা। যে উত্তেজনার আবেশে ভারি হয়ে ওঠে ইউরোপিয়ান ফুটবলের আকাশ। উত্তেজনার এই আবেশ অবশ্য শুধু ইউরোপের গোন্ডিতেই অবদ্ধ থাকে না। ছড়িয়ে পড়ে বিশ্বময়। মেসি-রোনালদো-নেইমার-বুফনদের যে আসর এক কাতারে নিয়ে আসে তাকে ঘিরে বিশ্ব ফুটবল রোমান্টিকদেরই তো আলাদা আগ্রহ থাকবেই।
গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ড এসে পড়ায় নতুন মাত্রা পেয়েছে সেই উত্তেজনা। কারণটাও স্পষ্ট। অনেক দল যেমন এই রাউন্ডে মেতে উঠবে নক-আউট পর্বের আনন্দে, তেমনি অনেক দলের ভাগ্যে বেজে উঠবে বিদায় ঘন্টা। ইতোমধ্যে বেশ কয়েকটি দল শেষ ষোল নিশ্চিত করে ফেললেও এই তালিকায় নেই ইউরোপের অন্যতম দুই সেরা দল বার্সেলোনা ও জুভেন্টাসের নাম। আজ দুদলের সামনেই থাকছে সেই সুযোগ। এজন্য বার্সাকে ড্র করলেই চলবে, অন্যদিকে জিততে হবে জুভাদের। ইতালির তুরিনে আজ রাতেই মুখোমুখি হবে এই দুই দল।
ঘরোয়া লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনো অপরাজিত আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা। চলতি আসরে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি অবশ্য ড্র হয়েছিল গোলশূন্য থেকে। ৪ ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র একটি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন দলে ফিরছেন জেরার্ড পিকে। যদিও উসমান ডেম্বেলে, রাফিনহো, হাভিয়ের মাচেরানোদের মত তারকাদের হারিয়ে মাঠে অনেকটাই ছন্নছাড়া বার্সা। নিজেদের শেষ ম্যাচে এম্পানিওলের বিপক্ষে ৩-০ গোলে জিতলেও তাই শিষ্যদের পারফর্ম্যান্সে খুশি হতে পারেননি ভালভার্দো।
তবে ভিন্ন আসর মানেই ভিন্ন গল্প। লিগে নিজেদের শেষ ম্যাচে সাম্পদরিয়ার কাছে হারের পর যেমনটা বলছিলেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ঠিকই পড়েছেন। সেরি আ’তে অক্ষত দলের কাছে ৩-২ গোলে হারের টাটকা ক্ষত নিয়ে বার্সার মুখোমুখি হচ্ছে জুভারা। টানা ছয় বারের সেরি আ চ্যাম্পিয়ন্সরা চলতি মৌসুমে ঠিক নিজেদের ছন্দে নেই। লিগে ২ হারে পয়েন্ট তালিকার তিনে। চলমান আসরেও ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
তবে অ্যালেগ্রি ‘নিশ্চিত’ এদিনের গল্পটা ভিন্ন হবে। জুভা কোচ সেটা জানিয়েছেনও স্পষ্ট সুরে, ‘বার্সার বিপক্ষে গল্পটা ভিন্ন হবে, আমি নিশ্চিত।’ নামটি অ্যালেগ্রি বলে এমন হুমকি আমলে নিতেই হচ্ছে। তার অধিনেই তো তিন বছরে দুবার আসরের ফাইনালে খেলেছে জুভেন্টাস।
জর্জিও কিয়েল্লিনির কন্ঠেও প্রতিশোধের সুর। যার কাঁধে এদিন থাকবে মেসি-সুয়ারেজদের সামলানোর মূল ভার, ‘এই ম্যাচে আমাদের মনোযোগ দিতেই হবে, কারণ পুরো ৯০ মিনিট আমরা ৩-০ গোলে পিছিয়ে থাকতে পারি না।’ কিয়েল্লিনির ইঙ্গিতটা প্রথম লেগের ম্যাচের দিকে। যে ম্যাচে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জিতেছিল বার্সা।
ঘরের মাঠে ভালো ফলে আশা করতেই পারে ‘সাদা-কালো’ আবার কখনো ‘জেব্রা’ খ্যাত দলটি। ফর্মে আছেন দলের স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন, শেষ ছয় ম্যাচে যার নামের পাশে পাঁচ গোল। তিন ম্যাচে পর গোলের দেখা পেয়েছেন পাওলো দিবালাও। অবশ্য ইউরোপিয়ান আসরে ৩৫৩ মিনিট ধরে গোলক্ষরায় ভুগছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
একই রাতে মাঠ নামবে বায়ার্ন মিউনিখ, নেইমার-এমবাপ্পের পিএসজি ও হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু ইতোমধ্যে তারা নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলায় তুরিনের দিকেই থাকবে ফুটবল রোমান্টিকদের সব নজর। নজর রাখতে পারেন গ্রুপ ‘সি’ এর দিকেও। যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অপেক্ষা করছে টিকে থাকার লড়ই, প্রতিপক্ষ ও সেরি আ’র দল রোমা। ৮ পয়েন্ট নিয়ে রোমা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও সম্ভবনা শেষ হয়ে যায়নি মাত্র ৩ পয়েন্ট পাওয়া সিমিওনের দলের। টিকে থাকতে আজ তাদের জয়ের কোন বিকল্প নেই। ৭ পয়ন্ট নিয়ে দুইয়ে থাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি সেক্ষেত্রে অজারবাইজানের দল কারাবাগের বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে।

আজ মুখোমুখি
বাসেল : ম্যান ইউ
মস্কো-বেনফিকা*
পিএসজি : সেল্টিক
আন্ডারলেখ : বায়ার্ন
অ্যাটলেটিকো : রোমা
কারাগাগ-চেলসি*
স্পোর্টিং সিটি : অলিম্পিয়াকোস
জুভেন্টাস : বার্সেলোনা
*চিহ্নিত ম্যাচ দুটি শুরু হবে রাত ১১ টায়
বাকি ম্যাচগুলো রাত পৌনে ২টায়
প্রথমে স্বাগতিক দল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন