মিজানুর রহমান তোতা
একদিন সমুদ্র শুকাবে
আজ অনেক প্রশ্ন মনে আসে
মুখ ফোটে না শুধু চেয়ে থাকি
তোমার দিকে
তোমার কি হৃদয় আছে তুমি কি
একটু ভালোবাসতে পারো না
আমার মনের কথাটি বুঝতে
পারো না পারবে কি করে তুমি
তো নিজের স্বার্থের বাইরে কোন
কিছুই বুঝলে না দেখলে না
ভালো থাকো তুমি ভালো থাকো
বিচিত্র রূপ নিয়ে থাকো সুখে
একদিন বৃষ্টির মাঝে সমুদ্র দাড়াবে
দাড়াবেই
কেউ ঠেকাতে পারবে না
সেদিন বেশী দুরে নেই
দেখবে সেদিন সুবিধাবাদীরা
পাশে নেই কেউ পাশে থাকবে না
অপলক চেয়ে হা হুতাশ করবে
গাঢ়ো কালো অন্ধকার ঘিরবে
চারিদিক থেকে, সমুদ্র শুকাবে।
বাদল বিহারী চক্রবর্তী
আকাশের আত্মসমর্পণ
এ আকাশটার প্রাণ ছিল একদিন
অসংখ্য জ্যোতিষ্ক, নীহারিকা
ছিল সপ্তঋষির খেলা।
ক্ষিরোদ নন্দনের মতো দীপ্তিহীন
গ্রহবৈকুন্ঠের আস্ফালনে ক্ষত-বিক্ষত, নাজুক
ভাবলেশহীন এক অকাল বার্ধক্য সে
নীলিমার আজ। পাহাড়েরা নি:শঙ্ক দাঁড়িয়ে
অবিচল স্থানু যেনো; শিরস্ত্রাণ ভিজে আসে
অমিয় ধারায় ঝরে গগন চুম্বন।
দূরপাল্লার এসি বাস, মুশোভন হেলানো আসন
যেনো, উদার আকাশ; নিদ্রালু পাহাড়েরা
ঘুম যায় আনায়াস অনাবিল। এই তো
সেদিনও ছিল, ‘হাঁটি হাঁটি পা পা’
সময় হয়নি এখনো যার আইফেল টাওয়ার কিংবা
কোন এক কেউকেটা হয়ে যাওয়া তার
অথচ, কী নিয়াতির পরিহাস। বলে কিনা
রেখে দাওমানদÐ, জরা তুমি আজ;
আজকের পৃথিবীটা আমাদের হাতে কেনো,
আমরাই করে যাবো নির্বাহী কাজ।
হাসান ইকবাল
মায়াবী হেমন্তে
অঘ্রাণের চাতালে পূর্ণিমার পূর্ণগ্রহণ
মায়াবী জোছনা মন্থন করে পৌরাণিক চাঁদ;
অনাগত আগুনে পোড়ে ভুলের পাহাড়,অথৈ আঁধার
পরিপাটি আলোয় কেটে যায় হৈমন্তী সময়।
অনুভূতির দেয়ালে জমে আছে কত কান্না-কত অশ্রæ
কত বিবর্ণ বেদনার জলছাপ !
রূপকথার গল্পে কেউ কেউ খোঁজে রূপালী প্রভাত
হতাশার মাঠে হেমন্ত নামে করো তুমি অশ্রæপাত।
মেহেদী হাসান বাপ্পী
অবসাদ
এখনো সেই বিকেল বেলার ঘামে
হৃদয়পটে উষ্ণ বাতাস বয়।
শ্রান্ত পায়ে সন্ধ্যের আগমনে
পথগুলো সব আলোতে ঝলকায়।
চায়ের কাপে চুমুক দিতেই দেখি
অবসাদের ভাবনারা সব পাশে।
শরীরটা বেশ আনমনা হয় এখন
এলিয়ে দেয়া সবুজ নরম ঘাসে।
ফেরার জন্য ফিরবো যখন ঘরে!
ঘরটা কোথায়?
যে ছিলো হায় হৃদয় কুটির জুড়ে
সে-ই তো দেখি হারালো অগোচরে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন