স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। ভারত ও ইংল্যান্ডের পর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ্যেও হারল তারা। ক্যারিবীয় নারীদের বিপক্ষে গতকাল জাহানারা আলমদের হারটি ছিল ৪৯ রানের। টস জিতে ১৪৮ রানের বড় সংগ্রহ গড়ে ক্যারিবীয় নারীরা। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার। বাকি উইকেটটি রুমানা আহমেদের। জয়ের লক্ষ্যে নেমে ভালো শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সানজিদা ইসলাম ও শারমিন আক্তার করেন ২৪ রান। এরপর উইকেটে আসা যাওয়ার মিছিলে একা লড়াই করেন নিগার সুলতানা। ২৭ বলে দুটি চারে করা তার ২৭ রানের ইনিংসের কল্যাণেই দলীয় শতকের কাছাকাছি পৌঁছে বাংলাদেশের স্কোর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন