শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

যুব মহিলা হ্যান্ডবল শুরু

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : লোটো বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে তৃতীয় জাতীয় যুব মহিলা (অনূর্ধ্ব-১৯) হ্যান্ডবল প্রতিযোগিতা। গতকাল বিকেলে শহীদ ক্যাপ্টেন (অব.) এম, মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় জয় পেয়েছে রাঙ্গামাটি জেলা। তারা ১২-৫ গোলে হারায় গোপালগঞ্জকে। প্রথমার্ধে বিজয়ীরা ৭-৩ গোলে এগিয়ে ছিলো। দিনের প্রথম খেলায় জামালপুর ১৭-৬ গোলে দিনাজপুরকে, দ্বিতীয় খেলায় নওগাঁ ২২-৩ গোলে রাঙ্গামাটিকে, তৃতীয় খেলায় পঞ্চগড় ১৪-৮ গোলে ময়মনসিংহকে এবং দিনের শেষ খেলায় বিজেএমসি ২৯-০ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে। বিকেল ৪টায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোঃ নাসিম এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন লোটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জোবেরা রহমান লিনু ও সম্পাদক মোঃ নুরুল ইসলাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন