স্পোর্টস রিপোর্টার : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি’র নিষেধাজ্ঞার কবলে আরাফাত সানি ও তাসকিন আহমেদ। বিশ্বকাপই শেষ হয়ে গেছে বাংরাদেশের এই দুই বোলারের। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিষেধাজ্ঞা যেমনভাবে মেনে নিতে পারছেন না দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা, ঠিক তেমনি আইসিসি’র রিপোর্ট পড়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংরাদেশ ক্রিকেট বোর্ডেও প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, এমপি। গতকাল এক প্রতিক্রিয়ায় বিসিবি প্রধান জানান, ধারাবাহিকভাবে দেশের হয়ে খেলা দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে হঠাৎ প্রশ্ন ওঠায় তারা বিস্মিত, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি বোলিং, এটা আমাদের সবচেয়ে বড় শক্তির ওপর আঘাত। এমন তো না, আমরা বিশ্বকাপে ওদের নতুন নামিয়েছি। ওরা নিয়মিত খেলছিল, সেখানে আইসিসির ম্যাচ রেফারি-আম্পায়াররা ছিলেন। এখন এসে যেটা হলো সেটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা, আমরা এই সিদ্ধান্তে বিস্মিত।’ বিশেষ করে তরুণ পেসার তাসকিনের ব্যাপারে আসা রিপোর্ট মেনে নিতেই পারছেন না নাজমুল হাসান, ‘তাসকিনের (বোলিং অ্যাকশন নিয়ে) যে রিপোর্ট পেয়েছি এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। অত্যন্ত দুঃখজনক। আজ সকালে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, সিইও ডেভিড রিচার্ডসনের সাথে কথা বলেছি। তারা আইনজীবী দলের সঙ্গে বসেছে। আমরা তাৎক্ষণিক সাড়া দেয়ার জন্য অনুরোধ করেছি।’ বিসিবি সভাপতি জানান, দ্রæত সাড়া দেয়ার প্রতিশ্রæতি মিলেছে আইসিসির চেয়ারম্যান ও সিইওর কাছ থেকে, ‘সর্বোচ্চ পর্যায়ে যা যা করা দরকার আমি করেছি। অমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। প্রধান দুই বোলার চলে গেলে আমরা বিশ্বকাপ কি খেলব? এখন তো প্রায় আমাদের না খেলার মতোই অবস্থা।’
তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার প্রতিবেদন সম্পর্কে নাজমুল হাসানের মন্তব্য, ‘আমাদের দুজন বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আমরা তাসকিনের রিপোর্টের সঙ্গে পুরোপুরি একমত নই। তাসকিনের যে রিপোর্ট আমরা পেয়েছি সেটা দেখে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।’ আজ সকালে এ নিয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমার জানা মতে তাারা ইতোমধ্যেই একটা বিশেষজ্ঞ দল নিয়ে বসেছেন ইস্যুটা দেখার জন্য এবং আমরা অনুরোধ করেছি যত দ্রæত সম্ভব এ সম্পর্কে জানাতে। তারা মিটিং শেষ করেই আমাকে জানাবেন বলে আশা করছি।’
কোনো বোলারের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর পুনরায় পরীক্ষা না দিয়ে মুক্ত হওয়ার কোনো নজির নেই। নিয়মানুযায়ী সাত দিনের মধ্যে আপিলের সুযোগ আছে তাসকিনের। তার আগেই এই পেসারকে ফিরে পেতে মরিয়া বিসিবি, ‘আমরা কয়েকটা যুক্তি দেখিয়ে এটা স্থগিত করার কথা বলেছি। নিষেধাজ্ঞা আরোপ আইসিসি করে, সেটা তুলে নেয়ার ক্ষমতা তাদেরই আছে। তাই তাদের কাছে আমরা আপিল করেছি। কখনও সিদ্ধান্ত পাল্টে যাওয়া দেখিনি। তবে তাসকিনের ব্যাপারে সেটা হলে আমি অবাক হব না, আমি আশাবাদী। সামান্য হলেও সামনের ম্যাচগুলোতে তাসকিনের খেলার সম্ভাবনা আছে।’ বোলিং নিষিদ্ধ হওয়ার পর তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে লম্বা পথ পাড়ি দিতে হবে। সেটা যতটা সম্ভব ছোট করে আনতে চান নাজমুল হাসান, ‘আমরা আইনি পথে এগোলে বিশ্বকাপ তো দূরে থাক অদূর ভবিষ্যতেও সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। লম্বা একটা প্রক্রিয়া আছে, এটাকে সংক্ষিপ্ত করে তাৎক্ষণিক কিছু করা যায় কি না সেই চেষ্টা করছি। ওরা অবজার্ভ করে জেনুইন সিদ্ধান্ত দেবে বলেই আমার বিশ্বাস।’
আইসিসির কাছে তাসকিন আহমেদের বোলিং নিষেধাজ্ঞা স্থগিতের আবেদন জানিয়ে এখন জবাবের অপেক্ষায় বিসিবি। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আশা প্রকাশ করেছেন, তাসকিনের ব্যাপারে খুব দ্রæত কোনো সুখবর এলেও আসতে পাওে, ‘আইসিসির এ রকম সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ঘটনা আমরা এর আগে দেখিনি। তবে তাসকিনের ব্যাপারে সেটা হলে অবাক হব না। আমি আশাবাদী’Ñ বলেছেন বিসিবি সভাপতি।
সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই তাসকিনের ফেরার খুব সামান্য হলেও সম্ভাবনা আছে বলে মনে করেন সভাপতি। সে কারণেই এখনো দলের সঙ্গে রাখা হয়েছে তাসকিনকে। বেঙ্গালুরুতে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি বিসিবি সভাপতির পরামর্শ, তারা যেন মাঠের বাইরের বিষয় নিয়ে না ভেবে খেলাতেই মনোযোগী থাকেন, ‘বাংলাদেশ দল ওখানে খেলতে গেছে। ওদের একমাত্র কাজ খেলা। অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আমাদের সাহস আছে। আমরা লড়ব। তাদের শুধু খেলায় মনোযোগ দিতে হবে। বাকি চিন্তাভাবনা আমরা করব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন