সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোরিয়ার বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দক্ষিণ কোরিয়ার বিশ্ব রেকর্ডের মধ্যদিয়ে শুরু হয়েছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ২০তম আসরের বাছাই পর্ব। গতকাল সকাল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরুষ বিভাগের রিকার্ভ এবং মহিলা বিভাগের কম্পাউন্ড ডিভিশনে ব্যক্তিগত, দলগত এবং মিশ্র দলগতের বাছাই পর্ব। অলিম্পিকে সেরা, এশিয়ান আরচ্যারিতেও সেরা দক্ষিণ কোরিয়া- এটা কাল আরেকবার প্রমাণ হলো। এদিন মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ২১০৮ স্কোর করে বিশ্ব রেকর্ড গড়ে কোরিয়া। সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি সোনা জিতেছিল তারা। এছাড়া পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ৬৮৪ স্কোর গড়ে শীর্ষে ছিলেন কোরিয়ার আরেক আরচ্যার কিম জন উ। বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানা ৬৬৬ স্কোর গড়ে একাদশ স্থানে রয়েছেন। এটাই তার সেরা স্কোর। খেলা শেষে তিনি বলেন, ‘সেরাটা আশা করছিলাম। তাই পেয়েছি। যদিও ঢাকায় ইসলামিক সলিডারিটি গেমসে ৬৬৪ স্কোর করে সোনা জিতেছিলাম। আজ (গতকাল) দু’স্কোর বেশি করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’ তিনি আরও বলেন, ‘অলিম্পিক ও বিশ^ চ্যাম্পিয়ন আরচ্যাররা এই আসরে খেলছেন। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, ভারতের মতো স্বীকৃত শক্তি রয়েছে এখানে। এ আসরে আমারা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি। কোয়ার্টার ফাইনালের প্রাথমিক লক্ষ্য অর্জনের পর চেষ্টা করব ঘরের মাঠে পদক জয় করে জাতির মুখ উজ্জ্বল করতে।’ স্বাগতিক বাংলাদেশ দলের আরেক আরচ্যার তামিমুল ইসলাম ৬৫০ স্কোরে ৩১ নম্বরে, হাকিম আহমেদ রুবেল ৬৩৮ স্কোরে ৪১ ও ইব্রাহিম শেখ ৬০১ স্কোর করে ৬৫ নম্বরে রয়েছেন। এটি ছিল র‌্যাংকিং রাউন্ড। এ রাউন্ডের অবস্থানের উপর ভিত্তি করে প্রতিপক্ষ নির্ধারিত হবে। আজ সকাল থেকে শুরু হবে ব্যক্তিগত ও দলগতভাবে এলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতা। এ রাউন্ডে অবস্থানের ওপর ভিত্তি করে মুখোমুখী লড়াইয়ে নামবেন তীরন্দাজরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন