স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে গতকাল তার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি এবং ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত¡রে অবস্থিত শহীদ ডা: শামসুল আলম মিলনের মাজার এবং টিএসসি মোড়ে মিলন চত্তরে মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, মো: মুনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ডা. মিলনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন বিএনপির নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন