চট্টগ্রাম ব্যুরো : জয়ের জন্য ১৭৪ রানের টার্গেটে ব্যাট করছিল রংপুর রাইডার্স। ক্রিজে ছিলেন রবি বোপারা ও সামিউল্লাহ সেনওয়ারী। দলীয় ১২১ রানে চার উইকেটে তখন রংপুর রাইডার্স। এ অবস্থায় ১৬তম ওভারের বল করতে আসেন সিলেট সিক্সার্সের বোলার কামরুল ইসলাম। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রবি বোপারা। পরের বলে সিঙ্গেল নেন তিনি। এরপর সামিউল্লাহ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন। পরের বলে আবারও সিঙ্গেল নেন বোপারা। কামরুলের পরের বলে নতুন ব্যাটসমান হিসেবে ক্রিজে আসা মাশরাফিও সিঙ্গেল নেন। ওভারের শেষ বলে রবি বোপারা দু’টি রান নেন। এ সময় ফিল্ড আম্পায়ার মাহফজুর রহমান ও র্যানমোর মার্টিনেস ভুল করে কামরুল ইসলামকে দিয়ে আরো একটি বল করান। রাব্বির অতিরিক্ত বল থেকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে থাকেন রবি বোপারা। বোলার রাব্বি জানান, ষষ্ঠ বল হওয়ার পর আম্পায়ারকে বলেছিলেন ওভার শেষ। এমনকি ষোড়শ ওভার ৭ বলে হওয়ায় অষ্টাদশ ওভারে আম্পায়ারকে ৫ বল করার প্রস্তাবও নাকি দিয়েছিলেন রাব্বি! এত প্রযুক্তির ব্যবহারের পরও এমন ভুলে বিস্মিত ক্রিকেটাঙ্গণ।
ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হারে সিলেট। ম্যাচ শেষে অনেকটা সময় ধরে দলটির খেলোয়াড়দের আম্পায়ার মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলতে দেখা যায়। ম্যাচ শেষ হতেই ফ্র্যাঞ্চাইজিটির সিইও ইয়াসির ওবায়েদ জানালেন, অধিনায়ক নাসির হোসেনের রিপোর্টে থাকবে বিষয়টি। পাশাপাশি লিখিত অভিযোগও জানিয়েছে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া দলটি। কামরুল ইসলাম রাব্বিকে দিয়ে কেন একটি অতিরিক্ত বল করানো হল তার ব্যাখ্যা চায় সিলেট। এ ব্যপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন