সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অবশেষে লা লিগায় গোললাইন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইউরোপের শীর্ষ লিগগুলো গোললাইন প্রযুক্তি (ভিএআর) ব্যবহার করলেও এই নিয়ম চালু নেই কেবল লা লিগায়। টানা দুই মৌসুমে যার চরম মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। এ কারণে বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে লা লিগা কতৃপক্ষকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলাঙ্গনে আবার উঠেছে সমালোচনার ঝড়। শুধুমাত্র রেফারির ভুলেই যে মহামূল্যবান দুই পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছে কাতালান ক্লাবটি। তবে আশার কথা হলো, সামনের মৌসুমে এই সমস্যা আর থাকবে না বলে জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
গেল রবিবার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। যার ফলে ভ্যালেন্সিয়ার সঙ্গে বার্সেলোনার ব্যবধান আগের মত ৪ পয়েন্টে বাঁধা পয়ে যায়। অথচ জিতলে এগিয়ে যেত ৭ পয়েন্টে। মাদ্রিদের অপর দুই দলের সঙ্গেও বার্সার ব্যবধান কমে আসে আটে। লিগ শেষে যার প্রভাব পড়তে পারে শিরোপা নির্ধরনীতে। ঠিক যেমনটা হয়েছিল গেল মৌসুমে। গোল প্রযুক্তি না থাকায় রিয়াল বেটিসের বিপক্ষে পরিষ্কার দুই পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছিল বার্সা। ৩ পয়েন্টের ব্যবধানে সেবার শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
সেবারের সমালোচনা থামলেও এবার বর্তমান ও সাবেকদের তুমুল সমালোচনার মুখে পড়তে হচ্ছে লা লিগা কতৃপক্ষকে। সেই দুর্ভাগ্যের বর্ণনা দিতে গিয়ে বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘সবাই এটা দেখেছে, শুধুমাত্র যাদের দেখা দায়িত্ব ছিল তারা ছাড়া। এটা একেবারেই পরিষ্কার ছিল।’ গোললাইন প্রযুক্তি না থাকার সমালোচনা করে স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘এটা লজ্জাজনক, কারণ এই খেলায় প্রযুক্তি উপযোগী। আমি নিশ্চিত এই ধরণের সমস্যা এ দ্বারা সমাধান করা সম্ভব।’
মেসির আচমকা শট সেদিন ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতোর গøাভস ও দুই পায়ের ফাঁক গলে গোললাইন পেরিয়ে যায়। দাগের প্রায় ছয় ইঞ্চি ভিতরে বল ড্রপও খায়। যে ব্যাপারটা খেলা চলাকালিন সময়েরও মাঠের ও টিভি দর্শকদের চোখে স্পষ্ট ধরা পড়ে। বার্সেলোনার খেলোয়াড়রা মাঠে উদযাপনও শুরু করেছিল। কিন্তু যে দুজনের দেখা দরকার ছিল সেই রেফারি এবং লাইন্সম্যানের চোখে তা ধরা পড়েনি।
এই ঘটনার পর থেকে লা লিগায় গোললাইন প্রযুক্তি নিয়ে সরব প্রত্যেকেই। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, ‘যেহেতু আমি একজন কোচ ও ফুটবল নিয়ে কাজ করি সেহেতু কোন সন্দেহ ছাড়াই আমি এটার উন্নতি চাই। প্রযুক্তি পরিবর্তন আনে এবং এটা ফুটবলের উন্নয়নের জন্যেও দরকারি।’
এমন সব সমালোচনার পর আর মুখ বুজে থাকতে পারেননি লা লিগা সভাপতি তাবেস। তিনি বলেন, ‘স্পেন ও পুরো বিশ্বের সবাই গোলটি দেখেছে। আমি যদি বলি ওটা গোল ছিল না তাহলে আপনারা আমাকে অন্ধ বলবেন। ওটা গোল ছিল অন্য কিছু নয়।’ তাবেস বলেন, ‘আমরা আশা করি আগামী মৌসুমে ভিএআরের সাহায্যে এই বিষয়গুলো সমাধান করতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন