শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বিএমডিএ’র গাফিলতি কালাইয়ে ইরি-বোরো সেচ ব্যাহত

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিএমডিএ)-এর পাটির্সিপেশন গভীর নলকূপ চালু না করায় চলতি মৌসুমে ৩শ’ বিঘা জমির ইরি-বোরো সেচ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। সেচ অভাবে অনেক জমি অনাবাদি আছে। পার্শ্ববর্তী পুকুর ও জলাশয় থেকে সেচ দিয়ে চারা রোপণ করলেও বর্তমানে ওই জলাশয়গুলো পানিশূন্য হওয়ায় ফসল ঘরে তুলতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিতায় আছেন কৃষকরা।
তাদের অভিযোগ, বিএমডিএ’র গাফিলতির জন্যই তারা এ দুর্ভোগের মুখে পড়েছে। তবে বরেন্দ্র কর্তৃপক্ষের দাবী, পল্লী বিদ্যুৎ বিভাগের অসহযোগিতাই এ সমস্যার জন্য দায়ী। তারা সহযোগিতা করলে ১৫ দিনের মধ্যে ওই গভীর নলক‚প চালু করা সম্ভব।
উপজেলার বুড়ইল চাকলমুয়া মৌজায় ১৯৭২-৭৩ অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ভাড়াভিত্তিক গভীর নলকূপ স্থাপন করে। বিএডিসির স্থাপিত গভীর নলক‚প দীর্ঘদিন ধরে কৃষকদের জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে। গত মৌসুমে বিএমডিএ কর্তৃপক্ষ কৃষকদের ভুল তথ্য দিয়ে বিএডিসি’র গভীর নলকূপ উত্তোলন করার শর্তে বিএমডিএ আধুনিক প্রযুক্তির সাব-মারসিবল পাম্প সম্বলিত পাটির্সিপেশন গভীর নলকূপ স্থাপনে উদ্বুদ্ধ করা হয়।
কৃষকরা চলতি মৌসুম শুরুর আগেই বিএমডিএ’র কালাই জোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে পার্টিসিপেশন ফি বাবদ এক লাখ টাকা জমা দিয়ে বিএডিসির গভীর নলকূপ উত্তোলন করে এবং একই স্থানে বিএমডিএ’র পাটির্সিপেশন গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে মৌসুমের প্রায় দু’মাস অতিবাহিত হলেও ওই গভীর নলকূপটি চালু হয়নি। এতে প্রায় ৩শ’ বিঘা জমির ইরি-বোরো সেচ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ ব্যাপরে বুড়ইল চাকলমুয়া মৌজার বিএমডিএ’র গভীর নলকূপের অপারেটর আলহাজ শাহজাহান আলী জানান, বিএমডিএ কর্তৃপক্ষের মিথ্যা প্রতিশ্রæতিতে বিএডিসির গভীর নলকূপ উত্তোলনের পর ওই স্থানে বিএমডিএ’র গভীর নলকূপ খনন এবং ঘর দরজা, আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন নির্মাণ করা হলেও কর্তৃপক্ষের অবহেলার কারণে আজও গভীর নলকূপটি চালু করা হয়নি। পার্শ্ববর্তী জলাশয় থেকে সেচ দিয়ে ধান লাগালেও ওই জলাশয়গুলো পানি শূন্য হওয়ায় এখন সেচ সঙ্কট সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিএমডিএ কালাই জোনের ম্যাকানিক আব্দুর রাজ্জাক সেচ সঙ্কটের কথা স্বীকার করে বলেন, বিএমডিএ গভীর নলক‚প স্থাপনের সব প্রক্রিয়া শেষ করেছে। এ পরিস্থিতির জন্য পল্লী বিদ্যুৎ সমিতিই দায়ী। তারা সহযোগিতা করলে ১৫ দিনের মধ্যেই ওই গভীর নলক‚প চালু করা সম্ভব।
বিএমডিএ কালাই জোনের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গভীর নলকূপ চালু করা এতো সহজ কাজ নয়। চালুর আগে অনেক ব্যাপার আছে। তাছাড়া, পল্লী বিদ্যুতেরও কিছু কাজ আছে। ওই গভীর নলকূপটি চালু হবে, তবে আরও সময় লাগবে।
এ ব্যাপারে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহ-মহাব্যবস্থাপক (এজিএম-এমএস) অমল কুমার বোষ বিএমডিএর অভিযোগ অস্বীকার করে বলেন, বিএমডিএ’র গাফিলতির জন্যই সংযোগ বিলম্বিত হচ্ছে। কেননা, তাদেরকে আমরা সব সময় অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দিয়ে থাকি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন