ইনকিলাব ডেস্ক : ভারত বাংলাদেশের পায়রা বন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেছেন।
গতকাল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে সাক্ষাতকালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন। সাক্ষাতে তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম, মংলা, আশুগঞ্জ ও পানগাঁও বন্দর ব্যবহারের বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি দু’দেশের মধ্যে কোস্টাল জাহাজ চলাচলের বিষয় এবং ভবিষ্যতে ক্রুজ সার্ভিস চলাচলের বিষয় নিয়েও আলোচনা হয়।
আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ভারতের মুম্বাইতে ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০১৬’তে ভারতের নৌপরিবহন মন্ত্রী নিতিন গডগরী দ্বারা বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রীকে আমন্ত্রণ জানান। মন্ত্রী ঐ সামিটে অংশগ্রহণ করবেন বলে তাকে জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন