শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

নাটোরে দেড়শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা ঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর মাঠে দুই কৃষকের প্রায় দেড়শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সম্প্রতি এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চকগোয়াশ গ্রামের ওয়াজেদ মন্ডলের ছেলে কৃষক ইমদাদুল হকের ৪৮টি চারা আমগাছ শত্রæতাবশত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এদিকে একই রাতে একই গ্রামের লোরা মোল্লার ছেলে তনু মোল্লার পৃথক দু’টি জমিতে লাগানো ১০০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছের মালিকরা জানান, গাছগুলি দুই থেকে তিন বছর পূর্বে লাগানো হয়েছে। কিছু গাছে ইতোমধ্যে মুকুল এসেছে। কে বা কারা রাতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তারা বাগাতিপাড়া থানা পুলিশকে জানিয়েছেন। এব্যাপারে বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন