শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামেও প্রতিবাদের ঝড়

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : তাসকিন আহমেদ ও আরাফাত সানির আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধের খড়গ তুলে নেয়া হোক এবং তাসকিনকে এ বিশ্বকাপেই বোলিং করার অধিকার ফিরিয়ে দেয়া হোক। গতকাল বিকেল সাড়ে ৪টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখে প্রায় শতাধিক মানুষ দাঁড়িয়েছিল তাসকিন ও সানিকে নিষিদ্ধের প্রতিবাদে। প্রায় সবার হাতেই বিভিন্ন বক্তব্য লেখা ফেস্টুন। সে ফেস্টুনগুলোর কয়েকটির বক্তব্য এমনÑ ‘আমরা কেন বারবার ষড়যন্ত্রের শিকার হবো’, ‘রুখে দাঁড়াব সকল অবৈধতার বিরুদ্ধে’, ‘আই অ্যাম তাসকিন, উই আর তাসকিন’, ‘তিন মোড়ল নিপাত যাক, ক্রিকেটবিশ্ব মুক্তি পাক’। এ ছাড়া আরও কত ক্ষোভ ও প্রতিবাদের ভাষা। সেই প্রতিবাদের মানববন্ধনে ছিলেন কিশোর-যুবকসহ সকল বয়সী নারী-পুরুষ। ঢাকার পরে চট্টগ্রামেও হয়ে গেল ‘অবিচারের’ প্রতিবাদ।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলটি কাজির দেউড়ি মোড় হয়ে পুনরায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। তাসকিন ও আরাফাত সানির নিষেধাজ্ঞা মানতে নারাজ মিছিলে আসা প্রত্যেকে। তাই এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় উল্লেখ করে আইসিসির কাছে অতি সহসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে তারা। আগ্রাবাদ কমার্স কলেজের ছাত্র সোহেল বলেন, ২০১৫ সালের ১৯ মার্চ বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিল। তার এক বছর পর ২০১৬ সালের ১৯ মার্চ আবারও এর প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের ক্রিকেটের উত্থান হোক তা অনেকেই সহ্য করতে পারছে না। তাছাড়া ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, প্রতিহিংসার খেলা নয়। যারা এ প্রতিহিংসায় মেতে উঠেছে তাদেরকে সেই রাস্তা থেকে সরে আসার আহŸান জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন