স্পোর্টস রিপোর্টার : ‘আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না। হয়তো অনেক শক্ত কথা বলেছি। কিন্তু আমার দেশকে যেই ছেলেটি (তাসকিন) আগামী ১০-১৫ বছর সার্ভিস দেবে, এখন তার পাশে না দাঁড়াতে পারলে আর কিসের অধিনায়ক হলাম! এই অবিচার আমি মানতে পারছি না’ অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এমন সরল স্বীকারক্তিই যেন কথা বলছে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের।
বয়স ২১ পুরো হয়নি এখনো। বল হাতে ১৪০-এর ওপর গতি তোলেন নিয়মিত। গত এশিয়া কাপে তো একটি ডেলিভারি ঘণ্টায় ১৫০ ছুঁই ছুঁই ছিল। গত বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই গতি দিয়ে নজর কেড়েছেন সবার। সেই তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়াটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ তো অবশ্যই। খবর প্রকাশের সাথে সাথে রীতিমতো প্রতিবাদের ঝড় বয়ে যায়। প্রতিবাদ হতে থাকে বাংলাদেশের সর্বস্তরে। দেশের সাবেক ক্রিকেটাররাও জানান তীব্র প্রতিক্রিয়া। দেশের অন্যতম শ্রদ্ধেয় সাবেক জাতীয় দল তারকা শফিকুল হক হীরার মতে বিশ্বকাপ চলকালে এমন হওয়াটা দলের জন্য বড় একটা ধাক্কা। পাশাপাশি প্রশ্ন তুলেছেন আইসিসির সময়জ্ঞান নিয়েও। বললেন, ‘হিথ স্ট্রিকতো বলল তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। বোলিং কোচ যদি বলেন, বোলিং অ্যাকশন ঠিক আছে, তাহলে অবৈধ ঘোষণা হওয়াটা নিশ্চিয়ই অবাক হওয়ার কারণ। এরা যেহেতু এখন আর খেলতে পারছে না, সেহেতু এদের পরিবর্তে কাউকে খেলাতে হবে। বিশ্বকাপ চলা অবস্থায় এমনটি করাতে বাংলাদেশ দলটি বিরাট বড় ধাক্কা খেল। আমার কথা হলো- তারা এই সময় করলো কেন! এর আগে এশিয়া কাপ হয়েছে তখন করতে পারত, বা তার আগে এমনকি করতে পারত। এটা আমাদের জন্য বড় ধাক্কা।’
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই সিদ্ধান্তটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ভালো চোখে দেখেছে না। সংস্থাটি রীতিমত ক্ষুব্ধ ও বিস্মিত। বিশেষ করে, পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞাটা কেউই হজম করতে পারছেন না। এমনকি এর জন্য বিসিবি আইনী পথেও হাঁটতে পারে বলে জানা গেছে। অবশ্য বিসিবি এই পথে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের খেলার সম্ভাবনা আর নেই। নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাই ভীষণ হতাশ, ‘বিশ্বকাপের মাঝখানে দু’জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে এ রকম সিদ্ধান্ত আমাদের জন্য বিরাট ধাক্কা। এশিয়া কাপেও তারা খেলেছে এবং তখন এ নিয়ে কেউ কিছু বলেনি। এটা খুবই হতাশাজনক।’
শুধু বাংলাদেশ? ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রæতগতির বলের রেকর্ডধারী শোয়েব আখতারও বলছেন, তাসকিন শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট-বিশ্বের সম্পদ। গতকাল এক টুইটার বার্তায় শোয়েব লেখেন, ‘তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশা করি ও দ্রæত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও ক্রিকেট-বিশ্বের জন্যই বড় সম্পদ।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে শোয়েব এখন ভারতে। এর আগে ছিলেন বাংলাদেশে হওয়া এশিয়া কাপেও। সে সময় তাসকিনকে কাছে ডেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন। নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু টিপসও দিয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে শোয়েব নিজের বোলিং অ্যাকশনের অ্যাসিড টেস্টের ভেতর দিয়ে গিয়েছিলেন। তাঁর অ্যাকশন নিয়েও প্রশ্ন ছিল। সেসব প্রশ্ন শোয়েব গুঁড়িয়ে দিয়েছেন দুর্দান্ত ইয়র্কারে। তাঁর প্রত্যাশা, তাসকিনও উতরে যাবেন এই পরীক্ষায়।
তাসকিন আহমেদ কিংবা আরাফাত সানি তো নতুন করে ক্রিকেট খেলছেন না। এমনও নয় এই দু’জন বোলিং অ্যাকশনে বড় পরিবর্তন এনেছেন এই বিশ্বকাপে। তাঁদের অ্যাকশনে যদি সমস্যা থেকেই থাকে, আরও আগে কেন সতর্ক করে দেয়া হলো না? রিপোর্ট করা হলো না? কেন বিশ্বকাপের মাঝপথে এই সিদ্ধান্ত? বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এক দলের দুই খেলোয়াড় কবে নিষিদ্ধ হয়েছে? এটা তো বাংলাদেশ দলের জন্যও বড় ধাক্কা, যে ধাক্কা কোনো দলের পক্ষেই সামলে নেয়া কঠিন, আদৌ সম্ভব কি না এমন প্রশ্নও তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেলেরও। গতকাল ক্রিকইনফো সম্প্রচারিত ‘ম্যাচ সেন্টার’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন এই দ্বৈত অলরাউন্ডার (দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেছেন)। যেখানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আলোচনা করতে গিয়ে উঠে আসে তাসকিনের নিষেধাজ্ঞার প্রসঙ্গটিও। কোন প্রকার রাখ ঢাক না রেখেই অকপটে স্বীকার করেন, ‘এটি ঠিক হয়নি’ বলে, ‘তাদের (তাসকিন ও সানি) সমস্যা থাকলে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেত। আমরা মনে হয় না এর কোন যৌক্তিকতা আছে। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেয়া অনেক রূঢ় ও বাজে হয়েছে।’ পাশাপাশি বাংরাদেশ ক্রিকেট দলের প্রতি সমবেদনা জানাতেও ভোলেননি চ্যাপেল, ‘দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন