শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্কোর কার্ড : টি-২০ বিশ্বকাপ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

টস : অস্ট্রেলিয়া, ব্যাঙ্গালুরু

বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
মিঠুন ক ওয়াটসন ব জাম্পা ২৩ ২২ ১ ১
সৌম্য ক ম্যাক্সওয়েল ব ওয়াটসন ১ ৬ ০ ০
সাব্বির ক ফকনার ব ওয়াটসন ১২ ১৭ ২ ০
সাকিব ক কোল্টার ব জাম্পা ৩৩ ২৫ ৩ ১
শুভাগত এলবি ব জাম্পা ১৩ ১০ ১ ১
মাহমুদুল্লাহ অপরাজিত ৪৯ ২৯ ৭ ১
মুশফিক অপরাজিত ১৫ ১১ ২ ০
অতিরিক্ত (লেবা ৭, ও ৩) ১০
মোট (৫ উইকেট, ২০ ওভার) ১৫৬
উইকেট পতন : ১-২ (সৌম্য), ২-২৫ (সাব্বির), ৩-৬২ (মিঠুন), ৪-৭৮ (সাব্বির), ৫-১০৫ (সাকিব)
বোলিং : কোল্টার ৪-০২১-০, ওয়াটসন ৪-০-৩১-২, হেস্টিংস ৩-০-২৪-০, মিচেল ১-০-১২-০, ম্যাক্সওয়েল ১-০-১২-০, জাম্পা ৪-০-২৩-৩, ফকনার ৩-০-২৬-০।
অস্ট্রেলিয়া ইনিংস রান বল ৪ ৬
উসমান বোল্ড আলআমিন ৫৮ ৪৫ ৭ ১
ওয়াটসন রানআউট ২১ ১৫ ২ ১
স্মিথ বোল্ড মুস্তাফিজ ১৪ ১৩ ০ ১
ওয়ার্নার ক এন্ড ব সাকিব ১৭ ৯ ১ ১
ম্যাক্সওয়েল স্ট্যাম্প ব সাকিব ২৬ ১৫ ২ ২
মিশেল ক সাকিব ব মুস্তাফিজ ৬ ৬ ১ ০
ফকনার অপরাজিত ৫ ৩ ১ ০
হ্যাস্টিংস ক সৌম্য ব সাকিব ৩ ৪ ০ ০
নেভিল অপরাজিত ১ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ২, ও ৪) ৬
মোট (৭ উইকেট, ১৮.৩ ওভার) ১৫৭
উইকেট পতন : ১-৬২ (ওয়াটসন), ২-৯৫ (স্মিথ), ৩-১১৫ (উসমান), ৪-১১৯ (ওয়ার্নার), ৫-১৩৫ (মিশেল), ৬-১৪৮ (ম্যাক্সওয়েল), ৭-১৫২ (হ্যাস্টিংস)
বোলিং : মাশরাফি ১-০-৯-০, মাহমুদুল্লাহ ২-০-২২-০, আল-আমিন ২-০-১৪-১, মুস্তাফিজ ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৭-৩, সাকলাইন ৩.৩-০-৪০-০, শুভাগতহোম ২-০-১৩-০।
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন