বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আগামীকাল রোববার রাত ৯টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ওই বৈঠক হবে। বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য দিয়েছেন সে বিষয়ে। এছাড়া হঠাৎ করেই শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থিতা নির্বাচন, আগামী দিনের আন্দোলন-কর্মসূচি, বেগম জিয়ার মামলার বিষয়ে করণীয়সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা।
ইতিমধ্যে স্থায়ী কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য চেয়ারপার্সনের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন