শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩০ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, আজ বিকাল ৩টার পর বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হবে।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ম্যাডামকে (খালেদা জিয়া) আজ হাসপাতালে নেওয়া হবে।

গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। ডিকমপেনসেটেড লিভার ডিজিজসহ নানা রোগের চিকিৎসা চলছে তার।

সাবেক এই প্রধানমন্ত্রী গত বছর হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়। তার হিমোগ্লোবিনের মাত্রা কম, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে। তার আথ্রাইটিসও রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন