বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুহাম্মদ ফিরোজ গাজী
হে মুজিব

হে মুজিব দেখিনি তোমায় নয়ন দিয়ে
দেখেছি তোমায় হৃদয় দিয়ে
তোমার ভাষণ বাজলে কানে
পৃথিবীর আকাশ থমকে যায়
বাংলার বাতাস নীরবে শোনে
বনের পশু পাখিরা ডাগর ডাগর
চোখে তাকিয়ে থাকে
নদীর মাছগুলো একা একা কাঁদে
বাংলার মানুষ আজোও
তোমাকে নিয়ে ভাবে
পৃথিবীতে যতদিন থাকবে তোমার ভাষণ
পৃথিবীর বুকে লেখা থাকবে
আমরা বাঙ্গালী কি করে ভুলবো তোমাকে
ভুলিতে পারবো না।

মুহাম্মদ আনোয়ার হোসেন
অভিমানের মেঘ

তুমি কাছে না থাকলে বসন্ত এলো
না গেলো তা বুঝতে কষ্ট হয়
তুমি কাছে না থাকলে
তারাগুলো আমার আকাশে মিটিমিটি আলো দেয় না
পূর্ণিমার চাঁদও ঢাকা পড়ে অভিমানে মেঘে
তুমি কাছে না থাকলে মেঘগুলো দানা বাঁধে না
শূন্য হৃদয় বৃষ্টি ঝরাতে পারে না
শুধু বাম অলিন্দ নিলয়ে গুমট বাষ্পের
যন্ত্রণা কষ্ট দিতে থাকে অহর্নিশি
তুমি কাছে না থাকলে পাখিরা গায় না
আমার বিরাণ বাগানে ফুল ফুটেনা
তুমি কাছে না থাকলেই ভীষণ একাকীত্ব শুরু হয়
নি:শ্বাস বিহীন দীর্ঘশ্বাসে তুমি কাছে না থাকলেই
ভীষণ মেঘ জমে হৃদয় আকাশে
তুমি কাছে না থাকলেই
ভীষণ খরা শুরু হয় বুকের শূন্য জমিনে
তুমি কাছে না থাকলেই স্বপ্নগুলো পেখম মেলে না
দু:স্বপ্ন হয়ে জগদ্দল পাথরের মত
ভর করে সমস্ত অস্তিত্ব জুড়ে।

মাহমুদা শিরীন
তুমি নেই বলে

তুমি নেই বলে হৃদয়ে গভীর কষ্টের নদীতে
¯্রােতহীন হাঁটুজলে হাবুডুবু খেয়ে দিশেহারা
গভীর নিদ্রায় মগ্ন আকাশে নেই কোনো তারা
আমি বিচলিত উদ্বিগ্ন শুধু তোমাকে ছাড়া
আঁধার রাতের অদ্ভুত আবরণের মতো জীবনে বেদনা
বার বার ডুকরে কেঁদে উঠে হৃদয় চাপা আর্তনাদে
তৃষ্ণার্ত চিন্তিত এই মন তোমায় খোঁজে ফিরে
সূর্যের আলোয় আলোকিত করে সবুজ মেঠোপথ
সেই মোহনীয় সৌন্দর্য দেখার নেই কোনো চোখ
বৃষ্টির ছন্দ বেলিফুলের মন মাতানো সুবাস পাইনা
হাসিতে নেই সেই প্রানচঞ্চল, কষ্টই শ্রেষ্ঠ সময়
যন্ত্রণা আর প্রচÐ অভিমানে মাথা থেকে পা অবধি
জ্বলে পুড়ে হই ভস্ম, শুধু তুমি নেই বলে
দুর্ভাগা এই জীবন নিয়ে চাইনা আর বাঁচতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন