মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

অরণি অরাজনৈতিক কাগজ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম্পাদক : মাহমুদ কামাল

দীর্ঘ দিন ধরে ‘অরণি’ সম্পাদিত হয়ে আসছে কবি মাহমুদ কামালের হাত দিয়ে। ছয় মাসের সাহিত্যের কাগজ। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় কেন্দ্রিক অরণি আত্মপ্রকাশ করেছে। প্রতিটি সংখ্যাই ছিলো দৃষ্টিনন্দন। এসংখ্যার সূচিপত্র আলোকিত করেছে স্মরণ, কেন লিখি, কবিতা-১, প্রবন্ধ, কবিতা-২, গল্প, পশ্চিমবঙ্গের কবিতা, অনুবাদ এবং ভ্রমণ। নুরুল করিম নাসিমের ‘কেন লিখি’ ভাল লেগেছে। তবে কবিতাগুলোর মান আরও ভালো হতে পারতো। ভালো লেখা জোগারও কষ্টকর। মেহেদী ইকবাল, আনোয়ার কামাল, আইউব সৈয়দের কবিতা মন্দনয়। রিষিন পরিমনের প্রবন্ধ ‘বাংলা কবিতার প্রতিবাদ : অরুণ মিত্র ও দিনেশ দাস, লেখাটি পরিশ্রমের ফসল বলা যায়। আলী রেজার জীবনানন্দ দাশ : নিসর্গ ও নির্জনতার কবি’ লেখাটি আরও বিস্তৃত হতে পারতো। অনুবাদক স ম আজাদের ‘ফ্রাঞ্জফ্যানোন : তুচ্ছদের কণ্ঠস্বর’ পড়ে কবিতা প্রেমিরা তাদের চোখে নতুন আলো পাবেন বলা যায়। অন্যান্য বিভাগগুলোও আকর্ষণীয়। ৭০ দশকের খ্যাতমান কবি মাহমুদ কামালের অক্লান্ত পরিশ্রমে ‘অরণি’ চমৎকার। অরাজনৈতিক কাগজটির ছাঁপা-বাঁধাই সৌর্কয্যময়।
ষ ফা.ফি

প্রকাশকাল : ২০১৭
নিরালার মোর, টাঙ্গাইল
প্রচ্ছদ : আরিফুর রহমান
মূল্য : ১০০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন