স্পোর্টস রিপোর্টার : এখন থেকে নিয়মিত চার বছর পর পর বাংলাদেশ গেমস ও যুব গেমস অনুষ্ঠিত হবে। কথাটি বলেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আসন্ন প্রথম বাংলাদেশ যুব গেমসকে সামনে রেখে বিওএ’র মিডিয়া এবং পাবলিসিটি কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিওএ’র এই মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার ক্রীড়া সম্পাদক ও স্পোর্টস ইনচার্জরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও সদস্য সচিব কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
সব আয়োজন সম্পন্ন। আগামী রোববার দেশের ৬৪ জেলায় মশাল র্যালীর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশ যুব গেমসের বার্তা সারাদেশে ছড়িয়ে পড়বে। পরদিন সব ক’টি জেলায় একযোগে পর্দা উঠবে এই গেমসের। জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী বছরের ৬ জানুয়ারী শুরু হয়ে শেষ হবে ১৫ জানুয়ারী। জেলা ও বিভাগ হয়ে অনুর্ধ্ব-১৭ বছরের ক্রীড়াবিদদের আসর যুব গেমসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১৭ মার্চ পর্যন্ত। যুব গেমস সফলভাবে শেষ করতে মিডিয়ার বিশাল ভুমিকা রয়েছে বলে জানান বিওএ কর্মকর্তারা। তারা উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন গেমসের বহুল প্রচারের জন্য। মতবিনিময় সভায় যুব গেমস উপলক্ষ্যে একটি শক্তিশালী মিডিয়া ও টেকনিক্যাল কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন,‘সারা দেশে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা এটাই প্রথম। বিশাল এই আয়োজনে ৬৪ জেলার ৪৯৮টি উপজেলায় খেলা চলবে। সব ক’টি জেলায় গেমস চলাকালে বিওএ’র কর্মকর্তারা যাবেন।’ তিনি আরও বলেন,‘এই গেমস থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দল গঠনের জন্য বলা হবে সংশ্লিষ্ট ফেডারেশনকে। গেমসের ২১ টির মধ্যে ১৫টি ব্যাক্তিগত ডিসিপ্লিন থেকে বাছাই করা হবে কোনটিতে আন্তর্জাতিক আসরে পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেই সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনবো।’ সৈয়দ শাহেদ রেজা বলেন ‘ এখন থেকে বাংলাদেশ গেমস ও যুব গেমস নিয়মিতই চার বছর পর পর অনুষ্ঠিত হবে। ২০১৩ সালের পর এ বছর বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুব গেমস আয়োজন নিয়ে ব্যস্ততার কারণে তা আর হয়নি। তবে নবম বাংলাদেশ গেমস হবে ২০১৯ সালে। আর পরবর্তী যুব গেমস আমরা আয়োজন করবো ২০২২ সালে।’ মতবিনিময় সভায় প্রথম বাংলাদেশ যুব গেমসের প্রচারণার ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিওএ মহাসচিব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন