বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পঞ্চগড়ে রেস্তোরাঁগুলোতে পচাবাসি খাবার বিক্রি

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের ভজনপুর বাজারের হোটেল রেস্তোরাঁয় পচাবাসি খাবার বিক্রি হচ্ছে আবাধে। দেখার কেউ নেই। এসব খেয়ে মানুষ পেটের পীড়াসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। জেলার তেঁতুলিয়া উপজেলার ব্যস্ততম বাজার ভজনপুরের প্রায় সব হোটেলে পচাবাসি, ভাত, মাছ, মাংস সবধরনের নাস্তা বাসি হলেও তা বিক্রি করে আসছে অসাধু মালিকরা। এছাড়াও হোটেল বয়দের শরীরের নানা রোগের প্রকোপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে হোটেরে অভ্যন্তরে নোংরা ও ময়লাযুক্ত পরিবেশ রান্নার কাজ চলে অনায়াসে। যা চোখে দেখলে মানুষের হোটেলে খাবার প্রতি রুচি থাকবে না। এভাবেই চলছে হোটেলগুলো। মানুষ কাজ ও সময়ের অভাবের কারণে এসব খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে, বাসি খাবার, নোংরা পরিবেশ, বয়দের নোংরা হাত ও শরীর, থালাবাটি-গøাস অপরিষ্কার, রান্নাঘর অপরিছন্ন। এগুলো দেখার জন্য স্বাস্থ্য বিভাগ থাকলেও তারা কখনো এসব হোটেলে গেছে কিনা তা কারো জানা নেই। বছরের পর বছর এভাবেই চলছে। এ জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট চালানোর দাবি করেছে এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন