শামীম চৌধুরী বেঙ্গালুরু (ভারত) থেকে : সুপার টেন-এ যে বাংলাদেশকে দেখতে চেয়েছে বিশ্ব, সে বাংলাদেশকে যাচ্ছে না দেখা। ইডেন গার্ডেনসে আফ্রিদি, হাফিজ, শেহজাদের ব্যাটিংয়ে যে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কা সামাল দিবে কি? উল্টো তাসকিন, আরাফাত সানির বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশকে আরো বড় ধাক্কা দিয়েছে আইসিসি। সেমির লড়াইয়ে টিকে থাকার পথ ক্রমেই হচ্ছে রুদ্ধ। প্রকৃতিও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে যেন। তাসকিন, আরাফাত সানিকে হারিয়ে মনোবল ভেঙে পড়া দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়নি তামীমের মতো ওপেনারকে! পর পর ২ হারে এখন কঠিন হয়ে পড়েছে সেমিফাইনাল। সেমি’র স্বপ্ন জিইয়ে রাখতে আজ বেঙ্গালুরুতে হারাতে হবে স্বাগতিক ভারতকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক দর্শকের একতরফা সমর্থনের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। টি-২০’র নাম্বার ওয়ান র্যাংকিংধারী দলের বিপক্ষে ১০ নম্বরের লড়াইয়ে পরিচ্ছন্নভাবে ফেভারিট ভারত। টি-২০ তে অতীতে হেড টু হেড লড়াইয়ে ৪টি ম্যাচের একটিতেও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ দল। টি-২০ বিশ্বকাপে সেখানে ২ ম্যাচের ২টিতেই হেরেছে বাংলাদেশ। এমন এক ম্যাচের সামনে দাঁড়িয়েও কিন্তু গানিতিক হিসেবে বাংলাদেশের সামনে আছে সম্ভাবনা। অতীত ইতিহাস মুছে নুতন ইতিহাস রচনা ছাড়া সমীকরন মেলানোর প্রথম ধাপটি যে সম্ভব নয় বাংলাদেশ দলের।
নিজেদের সেরা খেলাকেই তাই ফোকাস করতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল সংবাদ সম্মেলনে দলের হয়ে সে বার্তাই দিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসানÑ‘এখনো গানিতিক ভাবে সম্ভব। বাস্তবতা কিন্ত খুবই কঠিন। তারপরও কালকের ( আজকের) ম্যাচ নিয়ে চিন্তা করছি। এরপরই পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে। নির্দিষ্ট একটি টার্গেট সব দলগুলোর থাকে। এই সব ক্ষেত্রে প্রত্যেকটি দলই একটি একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করে। আমরাও তাই করছি।’
গত ম্যাচের ভুল থেকে শুধরে সতর্ক খেলার দিকেই মনোযোগী বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন তিনিÑ‘তারা খুব ভালো দল। তারা শিরোপার জন্যে এখানে খেলতে এসেছে। আমরা যা করছি সেটাতে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নিয়ম ও পরিকল্পনামত ব্যাটিং ও বোলিং করতে হবে।’
টি-২০ বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ২৩ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি, হারের সংখ্যা সেখানে ২২টি, অন্যটি পরিত্যক্ত। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া আইসিসি’র পূর্ন কোন সদস্য দেশকে হারানোর অতীত নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই প্রসঙ্গও এসেছে উঠে। টি-২০ বিশ্বকাপের চলমান আসরে সেরা ৮ এ থাকতে পারলে পরবর্তী আসরে বাছাইপর্বের বাধা এড়ানো যাবে। সে কারনেই সুপার টেন এর শেষ ম্যাচ দু’টিতে পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। এমন কিছু’র প্রমানের তাগিদটা তাই অনুভব করছেন সাকিব আল হাসানÑ‘শীর্ষ আটে শেষ করার কি সুবিধা আছে আমি সেটা জানি না। বড় ইভেন্টে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা কখনোই ভালো পারফরম্যান্স করিনি। এই ব্যাপারে অনেকদিন ধরেই কথা হয়ে আসছে। অবশ্যই এটা আমাদের সুযোগ কিছু প্রমান করার। দুটি ম্যাচ আমরা করতে পারেনি। অবশ্যই চেষ্টা থাকবে পরের দুটি ম্যাচে এমন কিছু করি যেটা মনে রাখার মতো হয়।’
আজ জিতলে সেমি’র পথে এগিয়ে যাবে ভারত, আর সেমি’র রেসে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততে হবে। ব্যাঙ্গালুরুতে এমন এক সমীকরনের সামনে দাঁড়িয়ে যখন ভারত, তখন বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন নেহরা। বাংলাদেশের উন্নতিতে প্রসংসা করছেন নেহরাÑ‘সবাই জানে বাংলাদেশ খুব ভালো করছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলেছে ওরা। গত দুই তিন চার বছর ধরে বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, তা অসাধারণ। তাই বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। জিততে হলে আমাদের পুরোটা দিয়েই খেলতে হবে । বাংলাদেশ যেভাবে খেলছে, বিশ্ব ক্রিকেটের জন্যও এটি দারুন।’
চিন্নাস্বামী স্টেডিয়ামে পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় তামীমকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। গতকাল বাংলাদেশ অনুশীলন করেনি। তামীমও ছিলেন বিশ্রামে। সুস্থ হয়ে উঠছেন। আজ প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা প্রবল তামীমের, টীম ম্যানেজমেন্ট সূত্র এ তথ্যই দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন