স্পোর্টস ডেস্ক : কথা ছিল ২০২০ সালের টোকিও অলিম্পিকের পর অবসর নেবেন উসাইন বোল্ট। সেটা অবশ্য ছিল তার কোচ গেøন মিলসের পরামর্শ। কিন্তু ছয় বারের অলিম্পিক স্বর্ণজয়ী তারকা এবার নিজেই জানিয়ে দিলেন অবসর নিয়ে তার গোপন কথা। চলতি বছর রিও ডি জেনেরিও অলিম্পিকের পরই অবসরে যাবেন বলে ঘোষনা দিয়েছেন জ্যামাইকান স্প্রিন্ট তারকা।
২৯ বছর বয়সী গতি দানব বলেনÑ ‘এটাই স্পষ্টভাবে আমার শেষ অলিম্পিক।’ কারনটাও খোলসা করেন ‘বজ্র বিদ্যুৎ’Ñ ‘আমি যেমনটা চায় বিশেষ করে রিও অলিম্পিকে, তেমনটা আরো চার বছর আমার জন্য বেশ কঠিন হবে। সুতরাং এটাই হতে যাচ্ছে আমার শেষ আসর।’ বেইজিং অলিম্পিকের পর ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ জেতেন বোল্ট। আগামী আগস্টে অনুষ্ঠিত আলিম্পিকেও ছড়ি ঘোরাতে চান তিনি। সেটা স্বরণ করেই ২০০ মিটারের (১৯.১৯ সেকেন্ড) রেকর্ডধারী বলেনÑ ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল আবারো তিনটি স্বর্ণ জেতা। এটাই আমার লক্ষ্য, যা আমি পেতে চাই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন