মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষায় তার দেশ সব কিছু করতে প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় বলে তিনি ঘোষণা করেন।
বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে শুক্রবার মালয়েশিয়ায় প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই সমাবেশে নেতৃত্ব দেন।
সমাবেশে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন ঘোষণা করছি। আমরা বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।
বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানান।
জুমার নামাজের পর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়। মালয়েশিয়ার খ্রিস্টানদের সংগঠন অ্যানকম› এর সদস্যরাও এ সমাবেশে অংশ নেন। অ্যানকম›র সভাপতি জোশুয়া হং বলেন, আমরা এ সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন