মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, বার্মিংহাম থেকে : আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে গত মঙ্গলবার দুপুরে বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে শাখার দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। শাখার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম ক্বিবলা। এটি ইসলাম ও মুসলমানদের ঐতিহ্য। সেখানে অসংখ্য নবী-রসুলের আগমন ঘটেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) মি’রাজের সময় এ মসজিদ সফর করেছিলেন। এই মসজিদে তিনি সমগ্র নবী রসূলগণের ইমামতি করেছিলেন। আজ ইহুদীরা সেই ্ঐতিহ্য নষ্ট করতে যাচ্ছে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে মুসলমানদের দেশ ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে ঘোষণা করেছেন। বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে বিশ্বের সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের এক হয়ে বায়তুল মুকাদ্দাসসহ ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসার আহŸান জানান।
শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুনিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন শাখার ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা এহসানুল হক, নির্বাহী সদস্য হাফিজ উসমান খান সামিম প্রমুখ। বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন