শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বায়তুল মুকাদ্দাসে ট্রাম্প টাউন বানাবে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি উপশহর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল। সেখানে বিদেশি দূতাবাসগুলোকে নিয়ে যাওয়া হবে। ইসরাইলের নির্মাণবিষয়ক মন্ত্রী ইউভ গেলান্ট এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্কে এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশি দূতাবাস নির্মাণের জন্য নতুন স্থান নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি ওই শহরটির নাম ট্রাম্প টাউন রাখতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করার জন্য তিনি আগামী মাসে ইসরাইল সফর করতে পারেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্ষোভ উপেক্ষা করেই তিনি বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস উদ্বোধনের কথা বললেন। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। সেসময় তিনি বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবেও ঘোষণা করেন। গত শুক্রবার ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে আমেরিকা যে নীতি অনুসরণ করে আসছিল তা থেকে সরে যাওয়ার কারণে ট্রাম্পর মধ্যে কোনো দুঃখ নেই। জার্মান নেতা অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইসরাইল যেতে পারি এবং আমি এর জন্য অনেক গর্বিত। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করায় এ পরিকল্পনা গ্রহণ করেছে তেল আবিব। গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বিশ্বজনমতের প্রবল আপত্তির কথা বিবেচনা করে এত দিন কোনো মার্কিন প্রেসিডেন্ট ওই প্রস্তাব বাস্তবায়নের সাহস করেননি। এএফপি, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন