শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কাবাডির সেরা দিনাজপুর সদর

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : প্রথম বাংলাদেশ যুব গেমসে দিনাজপুর জেলায় কাবাডিতে সেরার খেতাব জিতেছে সদর উপজেলা। গতকাল গেমসের পঞ্চম দিন জেলার স্পোর্টস ভিলেজ মাঠে কাবাডির ফাইনালে দিনাজপুর সদর ৫৭-৩২ পয়েন্টে পার্বতীপুর উপজেলাকে হারিয়ে চাম্পিয়ন হয়। এখানে দশটি উপজেলার অংশগ্রহনে গত বুধবার শুরু হয়েছিল কাবাডি খেলা। এদিকে এই জেলার হকির উদ্বোধনী খেলায় দিনাজপুর সদর ৪-১ গোলে বিরল উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।
এদিকে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের পাশের পুকুরে তরুণ বিভাগের সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইলে সদর উপজেলার শান্ত চন্দ্র রায় প্রথমস্থান পান। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সৈয়দপুরের সুজন রায় সেরা হন। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে প্রথম হন নীলফামারী সদরের আবু তাহের। ১০০ মিটার ফ্রি-স্টাইলে সেরার খেতাব জিতে নেন নীলফামারী সদরের দিপংকর চন্দ্র রায়। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সদর উপজেলার আবু তাহের প্রথমস্থান পান। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নীলফামারী সদরের দিপংকর চন্দ্র রায় ও ২০০ মিটার ফ্রি-স্টাইলে একই উপজেলার নাজমুল হক সেরা হন।
ঠাকুরগাঁওয়ে বাস্কেটবলের উদ্বোধনী দিন ঠাকুরগাঁও সদর উপজেলা ৬-০ পয়েন্টে হারায় বালিয়াডাঙ্গি উপজেলাকে। ঝিনাইদহে বালিকা অ্যাথলেটিক্সের সবগুলো ইভেন্টেই প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেন ঝিনাইদহ সদরের তরুন ক্রীড়াবিদরা। সদরের তৌহিদা আক্তার রাত্রি ও রিয়া ফেরদৌস দু’টি ইভেন্টে প্রথম হন। তৌহিদা আক্তার রাত্রি ১০০ও ২০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন। রিয়া ফেরদৌস চাকতি ও গোলক নিক্ষেপে প্রথম এবং বর্ষা নিক্ষেপে দ্বিতীয়স্থান পান। ৪০০ মিটার স্প্রিন্টে নাদিয়া আক্তার প্রথম হন। হাই জাম্পে প্রথম হন সুমাইয়া সুলতানা। মেহেরপুরে অ্যাথলেটিক্সে আলো ছড়ান সদর উপজেলার মিতা। ৫০ মিটার স্প্রিন্ট, শটপুট ও ডিসকাস থ্রো-তিনটি ইভেন্টে প্রথম হন তিনি। আর সাতটি ইভেন্টের প্রথমস্থান ভাগাভাগি করে নেন মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ক্রীড়াবিদরা। যশোরে বালক ফুটবলে জিতেছে অভয়নগর উপজেলা। তারা ৪-০ গোলে হারায় শার্শা উপজেলাকে। বাগেরহাটে সদর উপজেলা হ্যান্ডবল দল ২২-৮ গোলে মংলা উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই জেলায় আটটি হ্যান্ডবল দল অংশ নেয়।
অন্যদিকে গেমসের জেলা পর্যায়ের খেলার পঞ্চম দিনে জয়পুরহাটে হকির ফাইনালে পাঁচবিবিকে ১৬-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা। এখানে ছেলেদের কারাতের ৫০ কেজি ওজন শ্রেণিতে (তরুণ) শাকিব হাসান চ্যাম্পিয়ন। ৫৫ কেজি তরুণ বিভাগে আল শামস-হুজাইফা, ৬০ কেজিতে মোসলেম উদ্দিন, ৬০+ কেজিতে আহমেদী নিয়াজ বায়োজিদ চ্যাম্পিয়ন হয়েছেন। তরুণীদের ৪০ কেজি ওজনশ্রেণিতে আদিবা, ৪৫ কেজিতে মাহিমা ও ৫০ কেজিতে তাসকিয়া চ্যাম্পিয়ন হন।
বরিশালে ফুটবলের প্রথম খেলায় কাল জিতেছে মুলাদী উপজেলা। তারা ২-১ গোলে হারায় গৌরনদী উপজেলাকে। অপর খেলায় বরিশাল সদর ৩-০ গোলে হারায় উজিরপুরকে। শরীয়তপুর জেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয় নড়িয়া উপজেলা। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ডামুড্যা উপজেলাকে। ভোলা জেলায় ছেলেদের হ্যান্ডবলের ফাইনালে ভোলা সদর ১-০ গোলে লালমোহনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের ফাইনালেও ভোলা সদর শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। তারা ৫-৪ গোলে লালমোহনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
লক্ষীপুরে ফুটবলের বালক বিভাগে কমল নগর উপজেলা ৩-০ গোলে রামগতি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ভলিবলের বালক বিভাগে লক্ষীপুর সদর ২-০ সেটে রায়পুর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে।
ফেনীতে বালক কাবাডির ফাইনালে সোনাগাজী ৩৮-১৬ পয়েন্টে ফুলগাজী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা কাবাডির ফাইনালে সোনাগাজী ১৫-১২ পয়েন্টে ফেনী সদরকে হারিয়ে সেরা হয়। বালক হ্যান্ডবলে সদর উপজেলা ৪-০ গোলে পশুরামপুর উপজেলাকে হারিয়ে এবং বালিকা হ্যান্ডবলে ফুলগাজী ১-০ গোলে সোনাগাজী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন