শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কিশোরীদের সামনে শিরোপা জয়ের হাতছানি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিশোরী দলের সামনে শিরোপা জয়ের হাতছানি। আজ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা মোকাবেলা করবে আরেক শিরোপা প্রত্যাশি ভারতের। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। বিটিভি ও বাংলা টিভি খেলা সরাসরি সম্প্রচার করবে।
লিগ টানা তিন ম্যাচ জিতে এখন অনেকটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ফাইনালের ড্রেস রিহার্সেল লিগে নিজেদের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজরা। এবার ফাইনালটাও জিততে চায় তারা। ভারতকে টানা দু’ম্যাচে হারিয়ে স্মরণীয় করে রাখতে চায় টুর্নামেন্ট। ফাইনালে আগে গতকাল মিডিয়ার মুখোমুখী হয়ে এমন আশাবাদই ব্যক্ত করেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। লিগ পর্বে টানা তিন ম্যাচ জেতা দলের ফুটবলাররা যেন আত্মবিশ্বাসে না ভোগে সেদিকে নজর রাখছেন তিনি। কোচ ছোটন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই আমি বলেছিলাম আমরা জেতার জন্য মাঠে নামব। আল্লাহর ইচ্ছায় সব ম্যাচ জিতেই ফাইনালে জায়গা পেয়েছি। ভালো না খেললে ফাইনালে আসতে পারতাম না। তবে সব ফাইনালই অন্যরকম এক ম্যাচ। লিগে বড় জয় পেলেও শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমাদের টিম মিটিং হয়েছে। মেয়েরা যেন অতি আত্মবিশ্বাসী, অতি উৎসাহী হয়ে মাঠে না নামে সেই নির্দেশ দেয়া আছে। মেয়েরা দৃঢ়প্রতিজ্ঞ তারা ফাইনালে জিতবে এবং দেশবাসীকে শিরোপা জয়ের আনন্দে ভাসাবে।’
প্রথম ম্যাচের হ্যাটট্রিক কন্যা তহুরা খাতুন এখন পুরোটাই সুস্থ। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারবেন না সাজেদা খাতুন।
তিন ম্যাচে একটি গোলও হজম করেনি বাংলাদেশ। ফাইনালেও এ ধারা বজায় রাখতে চান কোচ ছোটন। তার কথা, ‘ গেল তিন ম্যাচে গোল হজম করিনি আমরা। আশাকরি ফাইনালেও করবো না। ওদের কৌশল দেখে আমরা কৌশল পরিবর্তন করে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলব।’ তবে গত বছর ডিসেম্বরে সাফ সিনিয়র ফুটবলের ফাইনালে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তাই এই ডিসেম্বরে সেই আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ। অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘ভারত যেমন শক্তিশালী, আমরাও কম নই। গত তিন ম্যাচে শুরুতেই আমরা গোল তুলে নিয়েছি। ফাইনালেও ১৫ মিনিটের মধ্যে গোল তুলে নেয়ার চেষ্টা করব। ট্রফি জিতে আমরা সাবিনা আপাকে উৎসর্গ করব।’
অন্যদিকে ভারতের কোচ মাইমুল রকি আশা করেন ফাইনালে তার দলই জয় পাবে। তিনি জানান টুর্নামেন্টের শিরোপা জিততেই বাংলাদেশে এসেছে ভারত। মাইমুল বলেন, ‘আমরা আমাদের দলকে ফাইনালের জন্যই তৈরি করে এনেছি। হয়তো লিগপর্বে দল ভালো করতে পারেনি। তবে আশাকরি ফাইনালে ভালো করবে।’ তিনি আরও বলেন, ‘এটা সত্যি যে, মহিলা ফুটবলে বাংলাদেশ অনেক ভালো করছে। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলছে তারা। গত সাফেও (সিনিয়র) দারুণ করেছে। বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এটা তার উদাহরণ।’ অধিনায়ক বন্যা কবিরাজের কথা, ‘এটা ঠিক যে গত ম্যাচে আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে পারিনি। তবে ফাইনালে অবশ্যই আমরা ভালো খেলব এবং জয় তুলে নেয়ার চেষ্টা করবো। লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে সেভাবে অ্যাটাক করতে পারিনি। তবে ফাইনালে ঠিকই অ্যাটাক করব আমরা।’ যদিও বাংলাদেশ খুব শক্তিশালী দল। তারপরও আমাদের যোগ্যতা আছে তাদেরকে হারানোর।’
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন