শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির অভিযোগের কোনও সতত্যা নেই : সুজন

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জয়ী প্রার্থীদের করণীয় সম্পর্কে পাঁচ দফা প্রস্তাব
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা রসিক নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ হিসেবে যে মন্তব্য করেছেন, সেই অভিযোগের কোনও সত্যতা নেই বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বরং রসিকের নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবেও উল্লেখ করেছে সংগঠনটি। গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর সহিত্য পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। সুজনের প্রতিনিধিরা বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এ নির্বাচন দেশের জন্য একটি মডেল নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তারা ধন্যবাদ জানায়।
এসময় সংবাদ সম্মেলন থেকে জয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের করণীয় সম্পর্কে পরামর্শমূলক পাঁচ দফা প্রস্তাব দেয় সুজন।
প্রস্তাববগুলো হলো : নির্বাচিত প্রতিনিধিরা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। সিটি কর্পোরেশন পরিচালনায় পরাজিত প্রার্থীদের পরামর্শ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পরেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করবেন। নির্বাচিত প্রতিনিধিরা সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। দলীয়করণ ও স্বজনপ্রীতি পরিহার করবেন এবং বছরে কমপক্ষে একবার কাজের জবাবদিহিতার জন্য জনগণের মুখোমুখি হবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের রংপুর বিভাগের সমন্বয়কারি রাজেশ দে। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি ফকরুল আনাম বেঞ্জুসহ প্রমুখ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন