শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে রিভিউ করা ষড়যন্ত্র -খোকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ৪:০৬ পিএম

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম তার দায়িত্ব ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
সোমবার সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কর্মকর্তা। অথচ তিনি দায়িত্ব ভুলে গিয়ে সরকারের প্রতিনিধিত্ব করছেন। প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে রিভিউ দায়ের সরকারের ষড়যন্ত্রের অংশ। তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়।
বারের সম্পাদক আরও বলেন, প্রধান বিচারপতি নিয়ে অন্ধকারে রয়েছে। প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ। এটি খালি থাকার সুযোগ নেই। প্রধান বিচারপতি ছাড়া বিচার বিভাগ অভিভাবকহীন হয়ে গেছে। সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগ চায়, কারণ দেশে সুশাসন নেই।
এছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ক্যান্সারের কথা বলে জোর করে ছুটিতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন খোকন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন